ETV Bharat / sports

ISL 2023-24: সুযোগ নষ্টের ভুল শুধরে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 9:35 PM IST

Etv Bharat
ইস্টবেঙ্গল এফসি

রাত পোহালেই আইএসএলে দ্বিতীয় ম্যাচ খেলতে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল এফসি ৷ প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে সতর্ক লাল-হলুদ ।

কলকাতা, 29 সেপ্টেম্বর: জর্ডন থেকে নতুন বিদেশি ডিফেন্ডার নিজে দেখে বেছে নিয়ে এসেছেন কার্লেস কুয়াদ্রাত । সেই হিজাজি মাহের শনিবার কলকাতায় পা দিচ্ছেন । তাঁকে লাল-হলুদ জনতা মাঠে দেখতে মুখিয়ে রয়েছেন । চোট পাওয়া জর্ডন এলসের পরিবর্ত হিসেবে যোগ দিচ্ছেন তিনি । দীর্ঘদেহী জর্ডনের ডিফেন্ডারকে একাদশকে দ্রুত দেখতে চান কার্লেস কুয়াদ্রাত স্বয়ং ।

শনিবার আইএসএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি । প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি । প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে সতর্ক লাল হলুদ । নন্দকুমারকে পাশে নিয়ে কার্লেস কুয়াদ্রাত জানিয়েছেন তারা ধাপে ধাপে লক্ষ্যের দিকে এগোতে চান । প্রথম ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্র করেছে ইস্টবেঙ্গল । কার্লেস কুয়াদ্রাত বলছেন, "আমি ফুটবলারদের বলি সবসময় ম্যাচের গতি বজায় রাখতে । কোনও একটি সময়ে সুযোগ তৈরি হয়ে যেতে পারে । জামশেদপুরের বিরুদ্ধে আমরা গোলের সুযোগ পেয়েছিলাম । গোলের সুযোগ তৈরি হওয়া আশাব্যঞ্জক । ওই ম্যাচে আমরা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছি । পেনাল্টি থেকে গোল হলে পরিস্থিতি অন্যরকম হতে পারত । রেফারির সমালোচনা করতে বাধ্য হচ্ছি । একশোবারের মধ্যে একশোবার ওটা পেনাল্টি । হাতে লেগেছিল বল । রেফারি বলের কাছাকাছি পৌঁছতে পারছিল না ।"

ইস্টবেঙ্গলের সিভেরিও এবং বোরহা হায়দরাবাদ এফসির প্রাক্তনী । তাদের কাছ থেকে প্রতিপক্ষ সম্পর্কে তথ্য মিলছে বলে জানিয়েছেন কার্লেস কুয়াদ্রাত । তবে এই বছর হায়দরাবাদ এফসি নতুন দল । কোচ থেকে ফুটবলার, একাধিক বদল । তাই আগের পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ । প্রসঙ্গত, হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয়ের খাতা খুলতে পারেনি ইস্টবেঙ্গল । কুয়াদ্রাতের কথায়, তাঁরা অবশ্যই জয়ের জন্য ঝাঁপাবেন । তবে ইস্টবেঙ্গল নতুন দল । তিনি নিজেও সবে যোগ দিয়েছেন । পরিকল্পনা সফল করতে ধাপে ধাপে এগোতে চান ।

সিভেরিও জামশেদপুরের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছিলেন । শনিবারও তাঁর ওপরেই আস্থা রাখছেন লাল-হলুদের হেডস্যর । ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা এখনও পুরো সময়ের জন্য খেলার মত জায়গায় আসেননি বলে স্বীকার করেছেন লাল-হলুদ । ব্রাজিলিয়ান স্ট্রাইকারের ম্যাচ ফিট হতে আরও সময় দরকার । তবে চুঙনুঙ্গার অনুপস্থিতি জর্ডন এলসের চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে পাদ্রো এবং হরমনজ্যোত খাবরাকে দিয়ে রক্ষণ সাজিয়েছেন কুয়াদ্রাত । হায়দরাবাদ ম্যাচের আগে দলের রক্ষণভাগের প্রশংসায় তিনি । জামশেদপুর এফসির বিরুদ্ধে যে একাদশ খেলেছিল তা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম । প্রথম ম্যাচের ভুল শুধরে জয়ের খোঁজে ছক সাজাতে চাইছেন লাল-হলুদের হেডস্যার ।

আরও পড়ুন : আটদশক পর ফিরল ইতিহাস, কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক ‘ব্ল্যাক প্যান্থার’দের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.