ETV Bharat / sports

Euro 2020: দেঁশর দুরন্ত ট্যাকটিকে জার্মানিকে হারিয়ে ইউরো অভিযান শুরু ফ্রান্সের

author img

By

Published : Jun 16, 2021, 9:05 AM IST

Updated : Jun 16, 2021, 9:34 AM IST

জার্মানির বিরুদ্ধে দেশঁ প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক ৷ দলও সাজিয়েছিলেন 4-3-3 ছকে ৷ অর্থাৎ সামনে তিন স্ট্রাইকার, এমবাপে, গ্রিজম্যান ও বেঞ্জিমা ৷ কিন্তু ম্যাচে ছক বদলে ডায়মন্ড সিস্টেমে গিয়ে হারমোনিয়ামের সুরের মতো ছন্দে প্রতিপক্ষকে বিব্রত করলেন ৷

ইউরো অভিযান শুরু ফ্রান্সের
ইউরো অভিযান শুরু ফ্রান্সের

মিউনিখ, 16 জুন : প্রত্যাশা মতোই জয় দিয়ে যাত্রা শুরু বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের ৷ 2016 সালের ইউরোর সেমিফাইনালের বদলা নেওয়া হল না জোয়াকিম লোর ছেলেদের ৷ সেবার গ্রিজম্যানের জোড়া গোলে বিদায় ঘণ্টা বেজেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির ৷ এবার একেবারে গ্রুপ স্টেজেই বদলা নেওয়ার সুযোগ ছিল মুলার, ক্রুজদের সামনে ৷ কিন্তু অনবদ্য ফ্রান্সের সামনে কার্যত ফিকে দেখাল জার্মানিকে ৷

তবে 2016 সালের ফ্রান্সের থেকে এই ফ্রান্স যেন আরও বেশি ক্ষুরধার ৷ অভিজ্ঞতা ও স্কিলের মিশেল ৷ তা না হলে মিউনিখের মাঠে দাঁড়িয়ে শেষ কবে, কে এমনভাবে জার্মানদের শাসন করেছে, তা বলা মুশকিল ৷ কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জিমা, আন্তেনিও গ্রিজম্যানের দাপটে নিজেরাই ভুল করে বসল জার্মানরা ৷ ম্যাচের 20 মিনিটে লুকাস হার্নান্দেসের সেন্টার বিপন্মুক্ত করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দিলেন আড়াই বছর পরে জার্মানির জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো ম্যাটস হুমেলস ।
অন্যদিকে দু’দলের দুই কোচের ট্যাকটিক্যাল লড়াই ছিল এই ম্যাচের প্রাণশক্তি ৷ দু’জনই বিশ্বকাপ জয়ী কোচ ৷ তাই একে অপরকে ভাল বোঝেন ৷ কিন্তু এই ম্যাচে দিদিয়ের দেঁশর নিখুঁত চালের কাছে বোতল বন্দি হয়ে রইল জার্মানরা ৷

জার্মানির বিরুদ্ধে দেশঁ প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক ৷ দলও সাজিয়েছিলেন 4-3-3 ছকে ৷ অর্থাৎ সামনে তিন স্ট্রাইকার, এমবাপে, গ্রিজম্যান ও বেঞ্জিমা ৷ কিন্তু ম্যাচে ছক বদলে ডায়মন্ড সিস্টেমে গিয়ে হারমোনিয়ামের সুরের মতো পাসের ছন্দে প্রতিপক্ষকে বিব্রত করলেন ৷

আরও পড়ুন : EURO 2020 : প্লাতিনিকে টপকে ইউরোয় রেকর্ড গড়া রোনাল্ডোর জোড়া গোলে বধ হাঙ্গেরি

অন্যদিকে একমাত্র নাব্রিকে সামনে রেখে গুটি সাজিয়েছিলেন জোয়াকিম লো ৷ তবে ওয়ের্নার ও সানের মতো ফুটবলারকে প্রথম থেকে না খেলানোর খেসারত দিতে হল জার্মানিকে ৷ এটাই জার্মান দলের সঙ্গে শেষ টুর্নামেন্ট জোয়াকিম লোর ৷ কিন্তু শুরুটা প্রত্যাশা মতো হল না জার্মান কোচের ৷

Last Updated : Jun 16, 2021, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.