ETV Bharat / sports

IND vs WI 2nd Test: মাইলস্টোনের ম্যাচে বিরাট-রাজ, গড়লেন নয়া কীর্তি

author img

By

Published : Jul 21, 2023, 10:42 AM IST

Updated : Jul 21, 2023, 10:50 AM IST

দ্বিতীয় টেস্টের প্রথমদিনের খেলা শেষে চালকের আসনে ভারত ৷ সৌজন্যে বিরাট কোহলির 87 রানের অপরাজিত ইনিংস ৷ নিজের 500তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরির দিকে এগোচ্ছেন রান মেশিন ৷

IND vs WI 2nd Test ETV BHARAT
IND vs WI 2nd Test

পোর্ট অফ স্পেন, 21 জুলাই: আরও একটা ম্যাচ। আরও একটি রেকর্ড কিং কোহলির নামে ৷ 500তম আন্তর্জাতিক ম্যাচে হাফ সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হলেন বিরাট কোহলি ৷ এর আগে পাঁচশোর মাইলস্টোন ম্যাচে কোনও আন্তর্জাতিক ক্রিকেটার বড় ইনিংস তো দূরের কথা 50 রানও করতে পারেননি ৷ তবে, কোহলি এগোচ্ছেন শতরানের লক্ষ্যে ৷ 29 নম্বর টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র 13 রান দূরে রয়েছেন বিরাট ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাটের অপরাজিত 87 রানের ইনিংসের দৌলতে চালকের আসনে ভারত ৷ এই মুহূর্তে ভারত 4 উইকেট হারিয়ে 288 রান করেছে রোহিতের দল ৷

একটা সময় ভারতের স্কোর বিনা উইকেটে 139 রান ছিল ৷ সেখান থেকে 182 রানে 4 উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যান রোহিতরা ৷ তবে, টেস্ট ক্রিকেটে কঠিন সময়ে যে মাটি আঁকড়ে পড়ে থাকলে রান করা যায় সেটা ফের একবার বুঝিয়ে দিলেন বিরাট ৷ জেসন হোল্ডার, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল এবং জোমেল ওয়ারিক্যানদের আক্রমণকে দুর্ভেদ্য ডিফেন্সে মাত দিলেন তিনি ৷ আর সেই সঙ্গে পাঁচশো নম্বর আন্তর্জাতিক ম্যাচে একটি রেকর্ডও গড়লেন তিনি ৷ প্রথম ব্যাটার হিসেবে এই মাইলস্টোন ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন ৷

আরও পড়ুন: দুরন্ত রোহিতের দোসর যশস্বী ! ত্রিনিদাদে রাজ করছে ভারত

এই মুহূর্তে বিরাট 161 বলে 87 রানে অপরাজিত রয়েছেন ৷ দ্বিতীয় দিনে বিরাটের সেঞ্চুরির অপেক্ষায় রয়েছে ভারতীয় ড্রেসিংরুম । একই আশা অনুরাগীদের ৷ বিরাটের সঙ্গে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (36 রানে অপরাজিত) ৷ দু’জনে পঞ্চম উইকেটে 106 রানের পার্টনারশিপ করে ভারতীয় ইনিংসের বিপর্যয় সামলেছেন ৷ তবে, 3 নম্বরে শুভমন গিল এবং 5 নম্বরে নামা অজিঙ্ক রাহানের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিশেষত, শুভমনের ব্যাটিং নিয়ে ৷

আরও পড়ুন: ঐতিহাসিক টেস্টে অভিষেক বঙ্গ পেসারের, আগুন ঝরাতে তৈরি মুকেশ

যশস্বী জয়সওয়াল 57 রানে জেসন হোল্ডারের পাতা ফাঁদে পা দেন ৷ অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট বাড়িয়ে পয়েন্টে ক্যাচ আউট হন তিনি ৷ এর পর 3 নম্বরে পূজারার জায়গায় খেলা শুভমন শুরু থেকেই অফ স্টাপের বাইরের বলে ব্যাট বাড়াতে থাকেন ৷ দু’টি বাউন্ডারি পেলেও, কেমার রোচের আউট সুইংগারে উইকেট-কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ৷ যার পরেই শুভমনের ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন উঠছে ৷ তাঁর হার্ড-হ্যান্ড ডিফেন্স ও অফ স্টাপের বাইরের বলে খোঁচা দেওয়ার প্রবণতা নিয়ে ম্যাচের মধ্যেই প্রশ্ন তোলেন ধারাভাষ্যকাররা ৷

Last Updated :Jul 21, 2023, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.