ETV Bharat / sports

India vs WI 2nd Test: দুরন্ত রোহিতের দোসর যশস্বী ! ত্রিনিদাদে রাজ করছে ভারত

author img

By

Published : Jul 20, 2023, 11:05 PM IST

দুরন্ত অর্ধ-শতরান করে যশস্বী জয়সওয়াল ফিরলেও ক্রিজে রয়েছেন রোহিত শর্মা, শুভমন গিল ৷ পোর্ট অফ স্পেনে প্রথম সেশনে দাপট ভারতের ৷

Etv Bharat
Etv Bharat

পোর্ট অফ স্পেন, 20 জুলাই: ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন ৷ সেদিন খেলাটা যেখানে শেষ করছিলেন, এদিন ত্রিনিদাদের মাঠে সেখান থেকেই শুরু করেছিলেন যশস্বী জয়সওয়াল ৷ সুযোগ ছিল কেরিয়ারের প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করে সৌরভের নজিরে ভাগ বসানোর ৷ যদিও সে সুযোগ মাঠেই ফেলে এলেন দলের তরুণ ব্যাটার ৷ জেসন হোল্ডারের বলে চালিয়ে খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন যশস্বী ৷ ভারতীয় ওপেনার ফিরলেন মাত্র 74 বলে 57 রানের ইনিংস খেলে ৷ 34 ওভার শেষে ভারতের স্কোর 1 উইকেটে 150 ৷

পোর্ট অফ স্পেনে কথা বলেছে রোহিতের ব্যাটও ৷ ইতিমধ্যেই অর্ধ-শতরানের গন্ডি টপকে গিয়েছেন মুম্বইকর ৷ ছুঁয়ে ফেলেছেন ওপেনার হিসেবে টেস্টে 2000 রানের বিরল কৃতিত্বও ৷ পাটা পিচে হাত খুলে শুরু করেছিল ভারতীয় ওপেনিং জুটি ৷ প্রথম সেশনেই 120 রান তুলে ফেলেছিল রাহুল দ্রাবিড়ের দল ৷ যদিও ভালো শুরু করেও সেঞ্চুরি পেতে ব্যর্থ যশস্বী ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও শুভমন গিল ৷ 74 রানে খেলছেন অধিনায়ক রোহিত ৷

কুইন্স পার্ক ওভালের এই ম্যাচ ক্রিকেটের সবচেয়ে কুলীন ফর্ম্যাটে ভারত-ওয়েস্ট ইন্ডিজের শততম সাক্ষাৎ ৷ তাতেই অভিষেক করতে চলেছেন মুকেশ কুমার ৷ অন্যদিকে, পোর্ট অফ স্পেনে কেরিয়ারের 500তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি ৷ গত ম্যাচে 76 রান করে ফিরতে হয়েছে কোহলিকে ৷ 2018 সালের ডিসেম্বরে শেষবার বিদেশের মাটিতে সেঞ্চুরি এসেছিল কোহলির ব্যাটে ৷ 500তম আন্তর্জাতিক ম্যাচে সেই গাঁটও পেরোতে চাইবেন 'কিং কোহলি' ৷

আরও পড়ুন: ঐতিহাসিক টেস্টে অভিষেক বঙ্গ পেসারের, আগুন ঝরাতে তৈরি মুকেশ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই 1-0 এগিয়ে রয়েছে 'রোহিত অ্যান্ড কোং' ৷ ফলে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে নেওয়াই এখন লক্ষ্য রাহুল দ্রাবিড়ের ছেলেদের ৷ প্রথম ম্যাচে কার্যত ধুয়েমুছে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ বদ্ধপরিকর শেষ ম্যাচ জিতে মুখরক্ষা করতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.