ETV Bharat / sports

RCB vs SRH in IPL 2022 : আরসিবিকে দুরমুশ করে দু'য়ে উইলিয়ানসনের সানরাইজার্স

author img

By

Published : Apr 23, 2022, 11:08 PM IST

শনিবাসরীয় ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে ব্র্য়াবোর্ন স্টেডিয়ামে 68 রানে গুটিয়ে গেল ফ্যাফ ডু'প্লেসির দলের ইনিংস ৷ প্রত্যুত্তরে এক উইকেটে সেই রান তুলে লিগ টেবিলে প্রথম সারিতে উঠে এল হায়দরাবাদ (SRH beat RCB by 9 wickets) ৷

RCB vs SRH
আরসিবিকে দুরমুশ করে দু'য়ে উইলিয়ানসনের সানরাইজার্স

মুম্বই, 23 এপ্রিল : 2017 এই দিনেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 49 রানে অল-আউট হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ লজ্জার নজিরের পঞ্চম বর্ষপূর্তিতে ফের এক লজ্জার ইনিংস উপহার দিল আরসিবি ৷ শনিবাসরীয় ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে ব্র্য়াবোর্ন স্টেডিয়ামে 68 রানে গুটিয়ে গেল ফ্যাফ ডু'প্লেসির দলের ইনিংস ৷ প্রত্যুত্তরে এক উইকেটে সেই রান তুলে লিগ টেবিলে প্রথম সারিতে উঠে এল হায়দরাবাদ (SRH beat RCB by 9 wickets) ৷

আরসিবি-র এই ইনিংস আইপিএলের ইতিহাসে ষষ্ঠ সর্বনিম্ন স্কোর ৷ খারাপ সময় লম্বা করে এদিনও প্রথম বলে ডাগ-আউটে ফিরলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৷ লখনউয়ের পর এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক হলেন বিরাট ৷ সর্বাধিক 15 রান করলেন সুযশ প্রভুদেশাই ৷ 3টি করে উইকেটে আরসিবি-র কোমর ভাঙলেন তরুণ প্রোটিয়া পেসার মার্কো জানসেন এবং টি নটরাজন ৷

আরও পড়ুন : 'অবসর নাও কোহলি', টানা দ্বিতীয় 'গোল্ডেন ডাক'-এর পর আওয়াজ উঠল টুইটারে

জবাবে এক উইকেট হারাতে হলেও সহজেই 69 রান তুলে রান-রেটও অনেকটা বাড়িয়ে নিল 2016 চ্যাম্পিয়নরা ৷ মাত্র 8 ওভারে রান তুলল সানরাইজার্স ৷ 28 বলে 47 রানে আউট হলেন অভিষেক শর্মা ৷ 16 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন ৷ 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দু'য়ে উঠে এল কেনের দল ৷ রান-রেটে রাজস্থানকে পিছনে ফেলল তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.