ETV Bharat / sports

Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-পাক মহারণ ! রোহিদের এগিয়ে রেখেও বাবরদের হালকাভাবে না-নেওয়ার পরামর্শ শাস্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 6:45 PM IST

Updated : Sep 1, 2023, 11:11 PM IST

India Start as Favourite Against Pakistan in Asia Cup: রবি শাস্ত্রীর মতে, শনিবার ক্যান্ডিতে ভারত-পাক লড়াইয়ে সেরা দল হিসেবে মাঠে নামবেন রোহিত-বিরাটরা ৷ মহারণে মাথা ঠান্ডা রেখে আর পাঁচটা ম্যাচের মতো রোহিতদের সেরাটা দেওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় কোচ ৷

Asia Cup 2023 ETV BHARAT
Asia Cup 2023

ক্যান্ডি, 1 সেপ্টেম্বর: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে রোহিত শর্মারাই প্রাক্তন ভারতীয় কোচের 'বাজি' ৷ রবি শাস্ত্রীর মতে, টুর্নামেন্টের প্রথম মেগা-ক্ল্যাশে ভারত সেরা দল হিসেবে নামবে ৷ এশিয়ান জায়ান্টসের এই লড়াইয়ে ভারত দলগত দিক থেকে অনেক বেশি শক্তিশালী বলে মত শাস্ত্রীর ৷ তবে, অবশ্যই পাকিস্তানকে কখনই হালকাভাবে নেওয়া যাবে না-বলে উল্লেখ করেছেন তিনি ৷ কারণ, 6-7 বছর আগের পাকিস্তানের থেকে বর্তমান দল অনেক শক্তিশালী বলে মনে করেন শাস্ত্রী ৷ সামান্য সুযোগকেও বাবর আজমরা কাজে লাগাবে বলে সতর্ক করে দিলেন প্রাক্তন ভারতীয় কোচ ৷

শাস্ত্রী বলেন, ‘‘আমি বলব ভারত সেরা দল হিসেবে শুরু করবে ৷ 2011 সালের পর থেকে ভারতের এটি সবচেয়ে শক্তিশালী দল ৷ আর এই দলের প্লেয়াররাও অসাধারণ ৷ আর অধিনায়ক সবচেয়ে অভিজ্ঞ, যিনি পরিস্থিতিকে অনেকের থেকে ভালো বোঝেন ৷’’ একইসঙ্গে পাকিস্তান দল নিয়েও সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী ৷ তাঁর মতে, ‘‘পাকিস্তান দল হিসেবে আগের ফারাকটা অনেকটাই কমিয়ে দিয়েছে ৷ 7-8 বছর আগেও সেই ফারাকটা স্পষ্ট ছিল ৷ সেই সময় দুই দলের প্রতিটি প্লেয়ারের মধ্যে সেই ফারাকটা দেখতে পাওয়া যেত ৷ যেটা পাকিস্তান অনেকটাই কমিয়ে ফেলেছে ৷’’

তাই ভারতকে সেরা বললেও, পাকিস্তান দলকে সমীহ করছেন তিনি ৷ ভারতীয় দলের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘‘পাকিস্তান খুব ভালো দল ৷ তাই সবসময় নিজের সেরাটা মাঠে দিয়ে যেতে হবে ৷’’ সেই সঙ্গে মাঠে নিজেদের স্নায়ুকে নিয়ন্ত্রণে রাখতে না-পারলেন, ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে বলে মনে করেন শাস্ত্রী ৷ তাঁর কথায়, ভারত-পাকিস্তান ম্যাচ পুরোটাই স্নায়ুর চাপের খেলা ৷ যে দল সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, তারাই বাজিমাত করবে ৷

আরও পড়ুন: ডায়মন্ড লিগ খেতাব ধরে রাখতে ব্যর্থ নীরজ, থামলেন দ্বিতীয় স্থানে

মাঠের বাইরে থেকে এই ম্যাচকে কীভাবে দেখা হচ্ছে ? লোকে কী বলছে ? এই সব বিষয়কে বাইরের দুনিয়াতেই রেখে দেওয়ার পরামর্শ প্রাক্তন ভারতীয় কোচের ৷ আর পাঁচটা ম্যাচের মতো একটা ম্যাচ মনে করে মাঠে নামতে হবে বলেও জানান শাস্ত্রী ৷ অন্য একটা ম্যাচের মতোই নিজের স্বাভাবিক খেলাটা খেলে যেতে বলেন তিনি ৷ বাড়তি কিছু করতে গেলেই প্রতিপক্ষের কাছে বিষয়টি সহজ হয়ে যাবে বলে জানান রবি শাস্ত্রী ৷

(সংবাদসংস্থা এএনআই)

Last Updated : Sep 1, 2023, 11:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.