ETV Bharat / sports

Rashid khan : আফগান ক্রিকেটে হইচই, অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

author img

By

Published : Sep 10, 2021, 8:31 AM IST

টি-20 বিশ্বকাপের দল গঠনে তাঁর মতামত নেওয়া হয়নি ৷ এই অভিমানে আফগানিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়লেন রশিদ খান ৷

Rashid khan
Rashid khan

কাবুল, 10 সেপ্টেম্বর : দেশটির মতোই এবার আফগানিস্তান ক্রিকেট দলের অন্দরেও ডামাডোল ৷ গতকাল টি-20 বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল ঘোষণা করা হয়েছে ৷ তারপরই টুইট করে আফগানিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়লেন তারকা লেগ স্পিনার রশিদ খান ৷ বিশ্বকাপের জন্য দল বাছাইয়ে অধিনায়কের মতামত নেওয়া হয়নি বলেই টুইটে ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ ৷ যে কারণে এমন সিদ্ধান্ত তাঁর ৷

টুইটারে রশিদ লেখেন, "অধিনায়ক হিসেবে এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দল বাছাইয়ে অংশ নেওয়ার অধিকার আমার রয়েছে ৷ কিন্তু এসিবি যে দল ঘোষণা করেছেন তাতে নির্বাচক কমিটি বা আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেনি ৷ তাই আফগানিস্তানের টি-20 দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ আফগানিস্তানের হয়ে খেলাটা সবসময়ই গর্বের ৷"

এমনিতেই আফগানিস্তান তালিবানি রাজ নিয়ে টুইটারে বারবার আওয়াজ তুলেছেন রশিদ ৷ কখনও দেশকে বাঁচাবার আর্তি, কখনও দেশবাসীর অবস্থা দেখে মন কেঁদেছে তাঁর ৷ অনুভূতি লুকিয়ে না রেখে সোশ্যাল মিডিয়ায় তা খোলাখুলি জানিয়েছেন এই তারকা লেগ স্পিনার ৷ তালিবানি শাসনে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলের খেলা চালিয়ে যাওয়াতে বাধা নেই ৷ তবে দলের গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর মতামত না নেওয়াটা ভাল চোখে দেখেননি রশিদ ৷ তাই ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷

আরও পড়ুন : Ind vs Eng : কোহলিদের কোভিড টেস্ট নেগেটিভ, আজই শুরু হচ্ছে পঞ্চম টেস্ট

এদিকে তালিবানি শাসনে আফগানিস্তানে খেলাধুলোর জগতে বিধিনিষেধ শুরু হয়েছে ৷ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ৷ মেয়েদের সবরকম খেলাধুলো নিষিদ্ধ করার কথা ভাবছে তারা ৷ তার মধ্যে রয়েছে ক্রিকেটও ৷ তালিবানের মতে, খেলার মাঠে মেয়েদের শরীর দেখা যায় ৷ তাই মাঠে মেয়েদের খেলতে নামা বারণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.