ETV Bharat / sports

Ind vs Eng : কোহলিদের কোভিড টেস্ট নেগেটিভ, আজই শুরু হচ্ছে পঞ্চম টেস্ট

author img

By

Published : Sep 10, 2021, 6:42 AM IST

দলের কোচ রবি শাস্ত্রী প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ এরপর বৃহস্পতিবার আরও এক সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ ফলে ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হওয়া নিয়ে সংশয় ছিল ৷

Ind vs Eng
Ind vs Eng

ম্যাঞ্চেস্টার, 10 সেপ্টেম্বর : জৈব সুরক্ষা বলয় ভেদ করে ভারতীয় ক্রিকেট দলের অন্দরে ঢুকে পড়ছে করোনা ৷ কোচ রবি শাস্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এরপর বৃহস্পতিবার আরও এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন ৷ ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হওয়া নিয়ে সংশয় ছিল ৷ সংশয়ে ছিলেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ অবশেষে স্বস্তি দিল কোহলি ব্রিগেডের কোভিড নেগেটিভ রিপোর্ট ৷ ভারতীয় দলের সব ক্রিকেটারই করোনা নেগেটিভ ৷ ফলে সূচি অনুযায়ী শুক্রবার অর্থাৎ আজ ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট শুরু হতে কোনও বাধা রইল না ৷

আজ থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ৷ পাঁচ ম্যাচের টেস্টে কোহলি ব্রিগেড এগিয়ে রয়েছে 2-1 ব্যবধানে ৷ ওভালে চতুর্থ টেস্টে দুরন্ত জয়ের পর ম্যাঞ্চেস্টারেও জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন বিরাট কোহলিরা ৷ কিন্তু সেই লক্ষ্যে ঝটকা লাগে বৃহস্পতিবার ৷ করোনায় আক্রান্ত হন দলের যোগেশ পারমার ৷ ওভাল টেস্ট চলাকালীনই করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর ৷ তবে ক্রিকেটাররা করোনা নেগেটিভ হওয়ায় টেস্ট খেলা আটকায়নি ৷ কিন্তু ম্যাঞ্চেস্টার টেস্টের একদিন আগে ভারতীয় দলের আরও এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় টেস্ট যথাসময়ে শুরু হওয়া নিয়ে ঘোর সংশয় দেখা দেয় ৷

আরও পড়ুন : Eng vs Ind Preview: ওল্ড ট্রাফোর্ডে জয়ের লক্ষ্যে বিরাটরা, টিম ম্যানেজমেন্টের চিন্তায় ওয়ার্ক লোড

খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলে দিয়েছিলেন, "জানি না ম্যাচ হবে কি না ?" এমনকি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে কোহলিদের টেস্ট না খেলার অনুরোধ জানানো হয় ৷ বৃহস্পতিবার কোহলিদের অনুশীলনও বাতিল করে দেওয়া হয় ৷ করোনার ভয়ে কাঁপতে থাকা ভারতীয় দলে স্বস্তি ফেরায় কোহলিদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট ৷ দুশ্চিন্তার মেঘ কাটিয়ে বৃহস্পতিবার রাতের দিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতীয় দলের সব ক্রিকেটারের আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ আসায় পঞ্চম টেস্ট যথাসময়েই শুরু হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.