Ramiz Raja on India-Pakistan Series : ভারতের বিরুদ্ধে খেলতে চারদেশীয় সুপার সিরিজ চান পিসিবি প্রধান

author img

By

Published : Jan 12, 2022, 7:22 AM IST

Updated : Jan 12, 2022, 7:50 AM IST

PCB chief Ramiz Raja will propose ICC for a T20 Super Series with India Australia and England

ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটি চার দেশীয় টি টোয়েন্টি সুপার সিরিজ চান পিসিবি প্রধান রামিজ রাজা ৷ এই মর্মে আইসিসির কাছে আর্জি পেশ করবেন বলেও জানিয়েছেন তিনি ( PCB chief Ramiz Raja will propose ICC for a T20 Super Series with India, Australia and England)৷

ইসলামাবাদ, 12 জানুয়ারি : মাত্র কয়েকমাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক-বাহিনীর বিরুদ্ধে ভারতের অজেয় থাকার রেকর্ড ভেঙে দিয়েছিলেন বাবর আজমরা ৷ তারপর থেকেই ফের একবার ভারত-পাক ক্রিকেট যুদ্ধ দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা ৷ এর আগেও ভারত-পাক ম্যাচ আয়োজন নিয়ে ইতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছিল পিসিবি প্রধান রামিজ রাজাকে ৷ এবার ফের একবার চারদেশীয় টি-টোয়েন্টি মহাযুদ্ধের প্রস্তাব পেশ করলেন তিনি ৷ তাঁর ইচ্ছা, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটি চার দেশীয় সুপার সিরিজ আয়োজিত হোক ( PCB chief Ramiz Raja will propose ICC for a T20 Super Series with India, Australia and England)৷ আইসিসিকে এই নিয়ে একটি প্রস্তাব পেশ করবেন বলেও জানিয়েছেন তিনি ৷

মঙ্গলবার একটি টুইটে পাক ক্রিকেট ফ্যানেদের উদ্দেশে তিনি লেখেন, "বন্ধুরা, আইসিসির কাছে প্রস্তাব পেশ করব প্রতিবছর ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে নিয়ে একটি চারদেশীয় সুপার টি-টোয়েন্টি সিরিজের জন্য ৷ যা প্রতিবার এই চারদেশের মধ্যে কেউ একজন আয়োজন করবে ৷ " একইসঙ্গে এই টুইটে এই সিরিজের ব্যবসায়িক মডেল নিয়েও আলোচনা করেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন , সাধারণ মডেলের পাশাপাশি এটি একটি পরিবর্ত ব্যবসায়িক মডেল হয়ে উঠতে পারে ৷ যার বেশ খানিকটা অংশ পাবে আইসিসিও ৷

  • Hello fans.Will propose to the ICC a Four Nations T20i Super Series involving Pak Ind Aus Eng to be played every year,to be hosted on rotation basis by these four. A separate revenue model with profits to be shared on percentage basis with all ICC members, think we have a winner.

    — Ramiz Raja (@iramizraja) January 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মরিয়া লড়াই বিরাটের, দু'শো পেরিয়ে থামল ভারতের ইনিংস

এর আগেও দুদেশীয় সিরিজের জন্য বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর ডেপুটি জয় শাহের সঙ্গে কথা বলেছিলেন রামিজ রাজা ৷ যদিও ফলাফল তেমন আশাপ্রদ ছিল না ৷ তবে হাল যে ছাড়েননি রামিজ তা তাঁর এই টুইট দেখলেই বোঝা যায় ৷

Last Updated :Jan 12, 2022, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.