ETV Bharat / sports

Virat Kohli Skips Press Conference : দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলন এড়ালেন বিরাট, ঢাল হলেন দ্রাবিড়

author img

By

Published : Jan 2, 2022, 8:02 PM IST

Updated : Jan 2, 2022, 10:23 PM IST

Virat Kohli Skips Press Conferences
দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলন এড়ালেন বিরাট, ঢাল হলেন দ্রাবিড়

বিরাট না আসায় স্বাভাবিকভাবেই দ্রাবিড়কে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় ৷ যার মধ্যে খুব সঙ্গত যে প্রশ্নটি ছিল, সেটা হল বিরাট কোহলি কি খুব চাপে রয়েছেন ? সেসব প্রশ্নের বাউন্সার কেবল সামলানোই নয়, সাবলীল ভঙ্গিতে উড়িয়ে দিলেন কোচ দ্রাবিড় (Rahul Dravid rubbishes rumours as Virat Kohli skips press conference before second test) ৷

জোহানেসবার্গ, 2 জানুয়ারি : দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেই দল ইতিহাস গড়লেও তাঁর ব্যাটে রানের খরা চলছেই ৷ শিক্ষানবিশী কায়দায় সেঞ্চুরিয়নে অফস্ট্যাম্পের বাইরের বল খোঁচা দিয়ে আউট হয়ে ব্যাপক সমালোচনার মুখে বিরাট কোহলি ৷ এমতাবস্থায় জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টের আগেরদিন সাংবাদিক সম্মেলন এড়িয়ে গেলেন ভারত অধিনায়ক (Virat Kohli skips press conference before Johannesburg test) ৷ যাতে জল্পনা আরও বাড়ল বৈ কমল না ৷

বিরাটের পরিবর্তে এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে হাজির হন কোচ রাহুল শরদ দ্রাবিড় ৷ বিরাট না আসায় স্বাভাবিকভাবেই দ্রাবিড়কে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় ৷ যার মধ্যে খুব সঙ্গত প্রশ্নটি ছিল, বিরাট কি খুব চাপে রয়েছেন ? এইসব প্রশ্নের বাউন্সার কেবল সামলানোই নয়, সাবলীল ভঙ্গিতে উড়িয়ে দিলেন কোচ দ্রাবিড় (Rahul Dravid rubbishes rumours as Virat Kohli skips press conference before second test) ৷ সাংবাদিকদের তিনি জানালেন, কেপটাউনে শততম টেস্টের আগে বিরাট আপনাদের সমস্ত আক্ষেপ ঘুচিয়ে দেবেন ৷

চাপে আছেন বলেই কি বিরাট এড়িয়ে গেলেন সাংবাদিক সম্মেলন? উত্তরে ভারতীয় কোচ বলেন, "বিষয়টা একেবারেই তা নয় ৷ কেপটাউনে ও শততম টেস্ট খেলতে নামবে তাই তার আগে আজকের সাংবাদিক সম্মেলন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে ৷ কেপটাউন টেস্টের আগে ওর সাংবাদিক সম্মেলন একটা বড়সড় ইভেন্টের আকার নেবে ৷ আপনারা ওকে শততম টেস্ট নিয়ে ইচ্ছেমতো প্রশ্ন করবেন তখন ৷ আমি যতদূর জানি, এর বাইরে এখানে না আসার অন্য কোনও কারণ নেই ৷"

আরও পড়ুন : India Tour Of SA : সিরিজ জয়ের লক্ষ্যে বছরের প্রথমদিন ওয়ান্ডারার্সে গা-ঘামালেন কোহলিরা

'দ্য ওয়াল' আরও বলেন, "এমন নয় যে বিরাট কথা বলতে চাইছে না ৷ আসলে ও ম্যাচের ভাবনায় নিজেকে ডুবিয়ে রেখেছে ৷ তবু টসের সময় তো ও নিশ্চয় কিছু বলবে ৷ আর শততম টেস্ট খেলতে নামার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা তো বলবেই ৷"

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর সোমবার ডিন এলগার-কাগিসো রাবাদাদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে কোহলির টিম ইন্ডিয়া ৷ পয়া মাঠ ওয়ান্ডারার্সে জয় পেলেই ম্যান্ডেলার দেশে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে ভারত ৷

Last Updated :Jan 2, 2022, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.