ETV Bharat / state

তথ্য গোপন রেখেছেন অর্জুন! ব্যারাকপুরে প্রার্থী বদলের দাবি তৃণমূলের - Lok Sabha election 2024

TMC vs Arjun Singh: ভোটাভুটির প্রায় 48 ঘণ্টা আগে বিজেপি প্রার্থী অর্জুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলল তৃণমূল ৷ অভিযোগ, নিজের বৈবাহিক জীবন সম্পর্কে ভুল তথ্য নির্বাচনী কমিশনে জমা দিয়েছেন অর্জুন ৷ তাঁর প্রার্থী পদ বাতিলের দাবি তুলেছে তৃণমূলের মহিলা কংগ্রেস ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 9:43 AM IST

Updated : May 18, 2024, 10:20 AM IST

TMC Mohila Congress
অর্জুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তৃণমূলের (নিজস্ব চিত্র)
অর্জুনের প্রার্থী পদ বাতিলের দাবি (ইটিভি ভারত)

ব‍্যারাকপুর, 18 মে: লোকসভা নির্বাচনের পঞ্চম দফা অর্থাৎ, 20 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ হাতে সময় বলতে মাত্র 48 ঘণ্টা । ঠিক তার আগেই নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠল এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, সেই অভিযোগে ভিত্তিতে তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি তুলল তৃণমূল মহিলা কংগ্রেস।

শুক্রবার এই বিষয়ে ব‍্যারাকপুরে একটি সাংবাদিক সম্মেলন করে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস ৷ সেখানে পদ্ম প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধে সুর চড়ান সংগঠনের সভাপতি কেয়া দাস। তিনি বলেন, "হিন্দু বিবাহ আইন অনুযায়ী, কোনও ব‍্যক্তির প্রথম স্ত্রী'র সঙ্গে বিবাহ বিচ্ছেদ না-হলে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। অথচ অর্জুন সিংয়ের ক্ষেত্রে ঘটেছে ঠিক এর বিপরীত । প্রথম স্ত্রী'র সঙ্গে বিবাহ বিচ্ছেদ না-হওয়া সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই তথ্য গোপন করেছেন। তাঁর এই চরম অপরাধের জন্য আমরা চাই অর্জুন সিংয়ের প্রার্থীপদ বাতিল করা হোক ।"

কেয়া আরও বলেন, "নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় অর্জুন জানিয়েছেন, ঊষা সিং তাঁর স্ত্রী এবং অভিরূপ কুমার সিং তাঁর উপর নির্ভরশীল । অথচ অভিরূপ কুমার সিংয়ের সঙ্গে নিজের সম্পর্কের কোনও বিবরণ দেননি তিনি । অনুসন্ধানের পরে জানা যায়, অভিরূপ আসলে তাঁর ছেলে। তবে অভিরূপের মা ঊষা সিং নন, শ্রাবন্তী সিং। হলফনামায় নিজের ছেলে হিসেবে বিধায়ক পবন সিংয়ের নামও উল্লেখ করেননি তিনি । আমরা জানি হিন্দু বিবাহ আইন অনুযায়ী একজন পুরুষ তাঁর বর্তমান স্ত্রী'র সঙ্গে বিবাহ বিচ্ছেদের আগে দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না । কিন্তু বিজেপি প্রার্থীর বর্তমানে স্ত্রী থাকা সত্ত্বেও তিনি আরও একবার বিয়ে করেছেন ।"

সেইসঙ্গে কেয়ার অভিযোগ, "2019 সালের নির্বাচনী হলফনামাতেও এই তথ্য প্রকাশ করেননি তিনি । তথ্য গোপনে রেখেছিলেন । তবে আমরা সেই সময় কোনও পদক্ষেপ নিতে পারিনি । কারণ আমাদের কাছে কোনও প্রমাণ ছিল না । কিন্তু এই গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় 2024 সালের নির্বাচনী হলফনামায় তা উল্লেখ করেছেন বিজেপি প্রার্থী । এই ঘটনা স্পষ্ট একজন নারীকে ছোট করার চেষ্টা...! হলফনামায় অর্জুন সিং যে বিভ্রান্তিকর ভুল তথ্য উল্লেখ করেছেন এবং যেভাবে শ্রাবন্তী সিং'কে অসম্মান করেছেন, তা মহিলাদের প্রতি চরম অসম্মানজনক ।" অর্জুন সিংয়ের কাছে তাঁর স্ত্রী শ্রাবন্তী রীতিমতো শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূলের এই মহিলা নেত্রী ।

সন্দেশখালির প্রসঙ্গ টেনে এদিন পদ্ম শিবিরকে নিশানা করে কেয়া বলেন, "বিজেপি সন্দেশখালি নিয়ে চিৎকার করছে । আর বলছে সেখানে নাকি মহিলাদের নির্যাতন করা হয়েছে । সেটা যে সম্পূর্ণ নাটক তা স্পষ্ট হয়ে গিয়েছে । বিজেপি নারীদের সম্মান দিতে জানে না, তা তাঁদের দলের নেতা অর্জুন সিংয়ের কাণ্ডকারখানা দেখলেই বোঝা যায় ।" মহিলা নির্যাতনের অভিযোগ তুলে অর্জুনকে ভোট না-দেওয়ার জন্য ব‍্যারাকপুরবাসীর কাছে আবেদন জানান জেলা তৃণমূল মহিলা কংগ্রেস ।

আরও পড়ুন:

অর্জুনের প্রার্থী পদ বাতিলের দাবি (ইটিভি ভারত)

ব‍্যারাকপুর, 18 মে: লোকসভা নির্বাচনের পঞ্চম দফা অর্থাৎ, 20 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ হাতে সময় বলতে মাত্র 48 ঘণ্টা । ঠিক তার আগেই নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠল এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, সেই অভিযোগে ভিত্তিতে তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি তুলল তৃণমূল মহিলা কংগ্রেস।

শুক্রবার এই বিষয়ে ব‍্যারাকপুরে একটি সাংবাদিক সম্মেলন করে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস ৷ সেখানে পদ্ম প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধে সুর চড়ান সংগঠনের সভাপতি কেয়া দাস। তিনি বলেন, "হিন্দু বিবাহ আইন অনুযায়ী, কোনও ব‍্যক্তির প্রথম স্ত্রী'র সঙ্গে বিবাহ বিচ্ছেদ না-হলে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। অথচ অর্জুন সিংয়ের ক্ষেত্রে ঘটেছে ঠিক এর বিপরীত । প্রথম স্ত্রী'র সঙ্গে বিবাহ বিচ্ছেদ না-হওয়া সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই তথ্য গোপন করেছেন। তাঁর এই চরম অপরাধের জন্য আমরা চাই অর্জুন সিংয়ের প্রার্থীপদ বাতিল করা হোক ।"

কেয়া আরও বলেন, "নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় অর্জুন জানিয়েছেন, ঊষা সিং তাঁর স্ত্রী এবং অভিরূপ কুমার সিং তাঁর উপর নির্ভরশীল । অথচ অভিরূপ কুমার সিংয়ের সঙ্গে নিজের সম্পর্কের কোনও বিবরণ দেননি তিনি । অনুসন্ধানের পরে জানা যায়, অভিরূপ আসলে তাঁর ছেলে। তবে অভিরূপের মা ঊষা সিং নন, শ্রাবন্তী সিং। হলফনামায় নিজের ছেলে হিসেবে বিধায়ক পবন সিংয়ের নামও উল্লেখ করেননি তিনি । আমরা জানি হিন্দু বিবাহ আইন অনুযায়ী একজন পুরুষ তাঁর বর্তমান স্ত্রী'র সঙ্গে বিবাহ বিচ্ছেদের আগে দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না । কিন্তু বিজেপি প্রার্থীর বর্তমানে স্ত্রী থাকা সত্ত্বেও তিনি আরও একবার বিয়ে করেছেন ।"

সেইসঙ্গে কেয়ার অভিযোগ, "2019 সালের নির্বাচনী হলফনামাতেও এই তথ্য প্রকাশ করেননি তিনি । তথ্য গোপনে রেখেছিলেন । তবে আমরা সেই সময় কোনও পদক্ষেপ নিতে পারিনি । কারণ আমাদের কাছে কোনও প্রমাণ ছিল না । কিন্তু এই গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় 2024 সালের নির্বাচনী হলফনামায় তা উল্লেখ করেছেন বিজেপি প্রার্থী । এই ঘটনা স্পষ্ট একজন নারীকে ছোট করার চেষ্টা...! হলফনামায় অর্জুন সিং যে বিভ্রান্তিকর ভুল তথ্য উল্লেখ করেছেন এবং যেভাবে শ্রাবন্তী সিং'কে অসম্মান করেছেন, তা মহিলাদের প্রতি চরম অসম্মানজনক ।" অর্জুন সিংয়ের কাছে তাঁর স্ত্রী শ্রাবন্তী রীতিমতো শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূলের এই মহিলা নেত্রী ।

সন্দেশখালির প্রসঙ্গ টেনে এদিন পদ্ম শিবিরকে নিশানা করে কেয়া বলেন, "বিজেপি সন্দেশখালি নিয়ে চিৎকার করছে । আর বলছে সেখানে নাকি মহিলাদের নির্যাতন করা হয়েছে । সেটা যে সম্পূর্ণ নাটক তা স্পষ্ট হয়ে গিয়েছে । বিজেপি নারীদের সম্মান দিতে জানে না, তা তাঁদের দলের নেতা অর্জুন সিংয়ের কাণ্ডকারখানা দেখলেই বোঝা যায় ।" মহিলা নির্যাতনের অভিযোগ তুলে অর্জুনকে ভোট না-দেওয়ার জন্য ব‍্যারাকপুরবাসীর কাছে আবেদন জানান জেলা তৃণমূল মহিলা কংগ্রেস ।

আরও পড়ুন:

Last Updated : May 18, 2024, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.