Mithali Raj Meets Amit Shah: শাহি সাক্ষাৎ! ইতিবাচক আলোচনা মত মিতালী রাজের

author img

By

Published : Sep 21, 2022, 11:27 AM IST

Mithali Raj Meets with Home Minister Amit Shah

অমিত শাহর সঙ্গে দেখা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj Meets with Home Minister Amit Shah) ৷ তবে, কেন এই সাক্ষাৎ, তা নিয়ে কিছুই জানা যায়নি ৷

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj Meets with Home Minister Amit Shah) ৷ এনিয়ে অমিত শাহ নিজে একটি টুইট করেন ৷ সেখানে মিতালির সঙ্গে সাক্ষাতের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘অন্যতম সেরা মহিলা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের সঙ্গে প্রাণবন্ত আলাপচারিতা হল ৷’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর টুইটারে মিতালির সঙ্গে সাক্ষাতের (Mithali Meets Amit Shah) ছবি পোস্ট করে লেখেন, ‘‘অন্যতম সেরা মহিলা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের সঙ্গে প্রাণবন্ত আলাপচারিতা হল ৷ তাঁর দুই দশকের সফল খেলোয়াড় জীবনে দেশের জন্য প্রচুর খ্যাতি অর্জন করেছেন ৷ তিনি বিশ্বের সকল উদীয়মান খেলোয়াড়ের কাছে একজন অনুপ্রেরণা ৷’’ তবে, অমিত শাহ’র সঙ্গে মিতালির সাক্ষাতে নানান গুঞ্জন শুরু হয়েছে ৷

অন্যদিকে তাঁকে সময় দেওয়ার জন্য মিতালি অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছেন ৷ ফলে এটা স্পষ্ট মিতালি রাজের তরফেই এই সাক্ষাতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ যে টুইটে মিতালি লিখেছেন, ‘‘আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলাম ৷ তাঁর সঙ্গে এই সাক্ষাৎ খুবই সন্তোষজনক ছিল এবং ইতিবাচক আলোচনা হয়েছে ৷ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ৷’’

আরও পড়ুন: জলে গেল হার্দিকের ইনিংস, রেকর্ড রান তাড়া করে সিরিজে এগোল অস্ট্রেলিয়া

প্রসঙ্গত, 23 বছরের লম্বা ক্রিকেটার জীবনে সম্প্রতি ইতি টেনেছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ৷ নিউজিল্যান্ডে আয়োজিত মহিলা ক্রিকেট বিশ্বকাপে শেষবার ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন মিতালি ৷ ভারতের একমাত্র মহিলা ক্রিকেটার যিনি 2005 এবং 2017 সালের আইসিসি বিশ্বকাপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ যেখানে 2017 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের মাঠে খেতাব জয়ের খুব কাছে গিয়েছিলেন মিতালিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.