IND vs AUS: জলে গেল হার্দিকের ইনিংস, রেকর্ড রান তাড়া করে সিরিজে এগোল অস্ট্রেলিয়া

author img

By

Published : Sep 20, 2022, 11:07 PM IST

Etv Bharat

অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া বোঝালো কেন তারা এই ফর্ম্যাটে বিশ্বসেরা ৷ রাহুল-পান্ডিয়াদের পালটা গ্রিন-ওয়েডের বিস্ফোরক ব্যাটিংয়ে সিরিজে 1-0 এগোল অস্ট্রেলিয়া (Australia chase down 209 runs to take lead in the series) ৷ ভারতের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে 4 উইকেটে জয় তুলে নিল ইয়েলো ব্রিগেড ৷

মোহালি, 20 সেপ্টেম্বর: রাহুল, সূর্যকুমার, হার্দিকদের ঝোড়ো ইনিংসে ভর করে এদিন প্রথমে ব্য়াট করে অস্ট্রেলিয়াকে 209 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল টিম ইন্ডিয়া ৷ যা কুড়ি-বিশের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এ যাবৎ সর্বোচ্চ ৷ মনে করা হয়েছিল এশিয়া কাপে অকাল বিদায়ের পর বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিটা মেজাজেই করতে চলেছে টিম ইন্ডিয়া ৷ কিন্তু ভুল ভাঙল অচিরেই ৷ অ্যারন ফিঞ্চ নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া বোঝালো কেন তারা এই ফর্ম্যাটে বিশ্বসেরা ৷ রাহুল-পান্ডিয়াদের পালটা গ্রিন-ওয়েডের বিস্ফোরক ব্যাটিংয়ে সিরিজে 1-0 এগোল অস্ট্রেলিয়া (Australia chase down 209 runs to take lead in the series) ৷ ভারতের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে 4 উইকেটে জয় তুলে নিল ইয়েলো ব্রিগেড ৷ তাও আবার চার বল বাকি থাকতে ৷

বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে গেলে যেভাবে শুরু করা উচিৎ, এদিন সেটাই করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ক্যামেরন গ্রিন ৷ যদিও অধিনায়ক ফিঞ্চের (13 বলে 22) ইনিংস লম্বা হয়নি ৷ তবে দ্বিতীয় উইকেটে অভিজ্ঞ স্টিভ স্মিথের সঙ্গে জুটিতে জয়ের রাস্তা তৈরি করে দেন গ্রিন ৷ হার্দিকের পালটা দিয়ে তাঁর 30 বলে 61 রানের ইনিংস ব্যাকফুটে ঠেলে দেয় ভারতীয় বোলারদের (Cameron Green scores 61 runs from just 30) ৷ এরপর স্মিথ (35), ম্য়াক্সওয়েল (1) এবং ইংলিশ (17) দ্রুত ফিরে গেলে ক্রিজে নামেন ম্যাথু ওয়েড ৷

আরও পড়ুন: পান্ডিয়ার ঝোড়ো ব্যাটে ছারখার বিশ্বচ্যাম্পিয়নরা, অজিদের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

2021 টি-20 বিশ্বকাপে দলের ট্রফি জয়ে নায়ক উইকেটরক্ষক ব্য়াটার ফের ত্রাতা হলেন দলের জন্য ৷ ভুবনেশ্বর-হর্ষলদের ছাতু করে তাঁর 21 বলে অপরাজিত 45 রানের ইনিংসেই পরাজয় নিশ্চিত হয় ভারতীয় দলের (Matthew Wade plays the winning knock) ৷ উইকেটরক্ষক ব্যাটারের মারকাটারি ইনিংসে ছিল 6টি চার, 2টি ছক্কায় ৷ চার বল বাকি থাকতে প্যাট কামিন্সকে নিয়ে কার্যসিদ্ধি করেন কামিন্স ৷ 19.2 ওভারে 6 উইকেট হারিয়ে 211 রান তুলে নেয় অস্ট্রেলিয়া ৷ 17 রান দিয়ে অক্ষর প্যাটেল 3 উইকেট নিলেও বুমরাহীন দলের বাকি বোলারদের ব্যর্থতায় ডুবতে হয় ভারতীয় দলকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.