ETV Bharat / sports

AUS-W vs IND-W : বিফলে গেল স্মৃতির অর্ধশতরান, সিরিজ জয় অস্ট্রেলিয়ার

author img

By

Published : Oct 10, 2021, 9:08 PM IST

চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই সুষমা বর্মার উইকেট হারায় ভারত ৷ যদিও দ্বিতীয় উইকেটে জেমিমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে সম্ভাবনা উসকে দিয়েছিলেন স্মৃতি মান্ধানা ৷ মন্ধনা-জেমিমা জুটিতে যোগ হয় মূল্য়বান 57 রান ৷

AUS-W vs IND-W
বিফলে গেল মন্ধনার অর্ধশতরান, সিরিজ জয় অস্ট্রেলিয়ার

কুইনসল্যান্ড, 10 অক্টোবর : গত ম্যাচে হেরে যাওয়ায় সিরিজ জয়ের কোনও সম্ভাবনাই ছিল না ৷ কিন্তু রবিবার তৃতীয় তথা অন্তিম ম্যাচ জিতে সিরিজ বাঁচানোর যে সম্ভাবনাটুকু ছিল তাও কাজে লাগাতে ব্যর্থ হল হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি ৷ কারার ওভালে তৃতীয় টি-20 ম্যাচে 14 রানে পরাজিত হয়ে অস্ট্রেলিয়ার কাছে 0-2 সিরিজ হারল ভারত ৷ বিফলে গেল ওপেনিং ব্যাটার স্মৃতি মান্ধানার হাফ-সেঞ্চুরি ৷

টস জিতে কারারা ওভালে নির্ণায়ক ম্যাচে এদিন অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় 'উইমেন ইন ব্লু' ৷ গত ম্যাচের মতই এদিন অজি ব্যাটিং বিভাগকে নেতৃত্ব প্রদান করেন বেথ মুনি এবং থালিয়া ম্যাকগ্রা ৷ মুনির 43 বলে ঝোড়ো 61 এবং ম্যাকগ্রার 31 বলে 44 রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে 5 উইকেটে 149 রান তোলে অজিরা ৷

চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই সুষমা বর্মার উইকেট হারায় ভারত ৷ যদিও দ্বিতীয় উইকেটে জেমিমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে সম্ভাবনা উস্কে দিয়েছিলেন স্মৃতি ৷ স্মৃতি-জেমিমা জুটিতে যোগ হয় মূল্য়বান 57 রান ৷ জেমিমা 26 বলে 23 রানে ফিরলেও হাফ-সেঞ্চুরি পূর্ণ করে লড়াই জারি ছিল বাঁ-হাতি ওপেনারের ৷ কিন্তু পঞ্চদশ ওভারের শেষ বলে 52 রানে স্মৃতি ফিরতেই সব শেষ ৷

আরও পড়ুন : শতকের সেরা ডেলিভারি ? শিখার ইনসুইঙ্গারে হতবাক নেটদুনিয়া

নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে কাজ কঠিন হয়ে যায় ভারতের ৷ শেষদিকে রিচা ঘোষ 11 বলে 23 রানের দুরন্ত ক্যামিও খেলে আপ্রাণ চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি ৷ 20 ওভারে 6 উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 135 রানেই থেমে যায় ভারতের লড়াই ৷ উল্লেখ্য, বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল সিরিজের প্রথম টি-20 ম্যাচ ৷ দ্বিতীয় ম্যাচে 4 উইকেটে হারতে হয়েছিল 'উইমেন ইন ব্লু'কে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.