ETV Bharat / sports

IND-W vs AUS-W : শতকের সেরা ডেলিভারি ? শিখার ইনসুইঙ্গারে হতবাক নেটদুনিয়া

author img

By

Published : Oct 9, 2021, 9:53 PM IST

কেবল নেটিজেনরাই নয়, ভারতীয় পেসারের ইনস্যুইং ডেলিভারি দেখে হতবাক প্রাক্তনরাও ৷ জাতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর শিখার ইনসুইঙ্গার মুগ্ধ হয়ে একে 'বল অফ দ্য সেঞ্চুরি' আখ্যা দিলেন ৷

IndW vs AusW
শতকের সেরা ডেলিভারি? শিখার ইনস্যুইংগারে হতবাক নেটদুনিয়া

কুইনসল্যান্ড, 9 অক্টোবর : শনিবার কারারা ওভালে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়ল ভারত ৷ অন্তিম ম্যাচে না জিতলে সিরিজ হারের ভ্রুকুটি হরমনপ্রীতদের সামনে ৷ কিন্তু এদিন ভারতীয় দলের হারের ক্ষতে কিছুটা প্রলেপ দিয়ে গেল ফাস্ট বোলার শিখা পান্ডের অবিশ্বাস্য ডেলিভারি ৷

এদিন যে ডেলিভারিতে অজি ওপেনার আলিসা হিলিকে শিখা প্যাভিলিয়নে ফেরালেন তা দেখার জন্য হাজার মাইল পথ হাঁটা যায় ৷ স্টার্ক-পত্নীর উইকেট ছিটকে দেওয়া ভারতীয় পেসারের ইনসুইঙ্গারটি এতটাই স্যুইং করে, যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় নেটিজেনদের ৷ বিষাক্ত ইনসুইঙ্গারে এদিন প্রাক্তন কিংবদন্তি জাভাগাল শ্রীনাথকে যেন মনে করালেন 32 বছর বয়সী শিখা ৷

কেবল নেটিজেনরাই নয়, ভারতীয় পেসারের ইনস্যুইং ডেলিভারি দেখে হতবাক প্রাক্তনরাও ৷ জাতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর শিখার ইনসুইঙ্গারে মুগ্ধ হয়ে একে 'বল অফ দ্য সেঞ্চুরি' আখ্যা দিলেন ৷ শিখায় মুগ্ধ প্রতিপক্ষ ক্রিকেট বোর্ডও ৷ ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় পেসারের ডেলিভারির ভিডিয়ো নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখে, "অবিশ্বাস্য! বলটা কতখানি মুভ করল?"

আরও পড়ুন: হেরে দলের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন ক্যাপ্টেন হরমনপ্রীত

শনিবার কারারা ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে 9 উইকেটে মাত্র 118 রান করে ভারতীয় দল ৷ মাত্র তিন ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন ৷ জবাবে শুরুতেই আলিসা হিলির উইকেট হারালেও বেথ মুনি ও থালিয়া ম্যাকগ্রার ব্যাটে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় অস্ট্রেলিয়া ৷ 19.1 ওভারে 6 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজি মহিলাবিগ্রেড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.