ETV Bharat / sports

রোহিত ক্লিন হিটার, কোহলি বুদ্ধিমান ব্যাটার - দরাজ সার্টিফিকেট মদনলালের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 9:39 PM IST

Updated : Jan 12, 2024, 10:49 PM IST

Madan Lal on Indian Cricket: মদনলালের মতে, রোহিত শর্মা 'ক্লিন হিটার অব দ্য বল' । বিরাট কোহলি বুদ্ধিমান ব্যাটার । সবমিলিয়ে ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ মদনলাল ।

Etv Bharat
Etv Bharat

দরাজ সার্টিফিকেট মদনলালের

কলকাতা, 12 জানুয়ারি: আইসিসি আয়োজিত কোনও টুর্নামেন্টের ফাইনালে জিততে না পারলেও ভারতে প্রতিভার অভাব নেই । ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ভারতীয় দলের পর্যাপ্ত প্রতিভা রয়েছে। শুক্রবার যুব দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে এ কথাই বলেন মদনলাল। তিরাশির বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য বলছেন, টানা দশটি ম্যাচ বিশ্বকাপের মঞ্চে জেতা সবসময়ই প্রশংসনীয় । সেদিক থেকে বর্তমান ভারতীয় দলের পারফরম্যান্স প্রশংসা করতেই হবে ।

চলতি সময়ে ভারতীয় টি-20 দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রয়োজনীয়তা নিয়ে অনেক শব্দ খরচ হচ্ছে । মদনলাল কোনও ভনিতা না করেই বলছেন, "রোহিত শর্মা'ক্লিন হিটার অব দ্য বল । তার শট অনায়াসে মাঠ পার করতে পারে । কোহলি বুদ্ধিমান ব্যাটার । সে জানে কীভাবে ম্যাচ জিততে হয় । তাই দুই অভিজ্ঞ ব্যাটারকেই দলের প্রয়োজন।"

হার্দিক পান্ডিয়ার চোট এবং পারফরম্যান্সও সমালোচকদের আতস কাঁচের তলায়। অনেকেই হার্দিকের মধ্যে কপিল দেবের ছায়া দেখছেন । বিষয়টি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মদনলাল । বিশ্বকাপজয়ী বলছেন, কপিল লেজেন্ড । তাঁর সঙ্গে তুলনা না-করাই ভালো, তবে হার্দিক ভালো ক্রিকেটার । ব্যাটিং এবং বোলিংয়েও যথেষ্ট ভালো পারফরম্যান্স করে চলেছে। আরও অনেকদিন খেলবে হার্দিক । তবে তুলনা না করাই ভালো ।" মাঝেমাঝে চোট পাওয়ার প্রবণতা রয়েছে হার্দিকের । তাতে দলে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন অনেকেই । যদিও মদনলাল তাঁকে সম্পদ বলতেই পছন্দ করছেন । তাঁর মতে, হার্দিক পান্ডিয়া যেমন বল হাতে প্রয়োজনীয় সময়ে উইকেট নেওয়ার দক্ষতা দেখিয়েছেন, তেমনই ব্যাটার হিসেবে ইনিংস বড় উপহার দিয়েছেন ।

সীমিত ওভারের খেলায় অংশ নেওয়ার আগ্রহে বর্তমান সময়ে বেশিরভাগ ক্রিকেটারই টেস্ট ক্রিকেট খেলতে অনাগ্রহী । এমনকী রঞ্জি ট্রফিতেও নামতে চান না তাঁরা । মদনলাল ক্রিকেটারদের এই মানসিকতার সমালোচনা করেছেন । ভারতের একসময়ের নির্ভরযোগ্য বোলার বলছেন, "মানসিকতা গড়ে তোলা এবং ভুলত্রুটি শুধরোতে রঞ্জি ট্রফি অবশ্যই ক্রিকেটারদের খেলা উচিত । তাঁরা যেন ভুলে না যায় রঞ্জি ট্রফি খেলেই তাঁদের পরিচিতি তৈরি হয়েছিল।"

ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ারকে ঘিরে গড়ে ওঠা বিতর্ক নিয়ে মদনলাল মন্তব্য করতে রাজি নন । কারণ বিষয়টি তাঁর অজানা । তবে মুকেশ কুমারের প্রশংসা শোনা গেল তাঁর কণ্ঠে। তিনি মনে করেন, মুকেশের মধ্যে টেস্ট বোলার হওয়ার গুণ রয়েছে । টি-20 ক্রিকেট নয়, টেস্ট ক্রিকেটেই বোলারকে চেনা যায় । সেই পরীক্ষায় মুকেশ পাশ করেছেন। দক্ষিণ আফ্রিকায় অধিনায়ক রোহিত শর্মা আস্থা রেখেছিলেন তাঁর উপর। সেটার মর্যাদা রেখেছেন মুকেশ । তাই মুকেশের মধ্যে আগামীর টেস্ট বোলার দেখছেন মদনলাল ।

আরও পড়ুন:

  1. রোহিতে মুগ্ধ, বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতায় ম্যানেজমেন্টকেই দুষছেন প্রভাকর
  2. 'টি-20 প্রদর্শনী, কুলীন ফরম্যাটেই ক্রিকেটের আসল পরীক্ষা', তিলোত্তমায় বললেন লয়েড
  3. পঞ্চাশ বসন্ত পেরিয়ে ভারতীয় ক্রিকেটে আজও বিরাজমান দ্রাবিড়ীয় সভ্যতা
Last Updated :Jan 12, 2024, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.