ETV Bharat / sports

রোহিতে মুগ্ধ, বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতায় ম্যানেজমেন্টকেই দুষছেন প্রভাকর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 7:04 PM IST

Manoj Prabhakar on Team India: টুর্নামেন্ট জুড়ে দাপট দেখানোর পরও ফাইনালে মুখ থুবড়ে পড়েছে রোহিত শর্মার দল ৷ দু'মাস পরেও সেই ঘটনার রেশ রয়েছে ৷ তা নিয়েই এবার ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুললেন মনোজ প্রভাকর ৷

Etv Bharat
Etv Bharat

বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতায় ম্যানেজমেন্টকেই দুষছেন প্রভাকর

কলকাতা, 12 জানুয়ারি: চোদ্দ মাস পরে ভারতীয় টি-20 দলে ফিরেছেন বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা । দুই সিনিয়র ক্রিকেটারের ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে জায়গা রয়েছে কি না তা নিয়ে অবশ্য মতভেদ রয়েছে । প্রাক্তন ক্রিকেটার মনোজ প্রভাকর বলছেন, শুধুমাত্র তারুণ্যের উপর জোর দিলেই হবে না । যে কোনও দলেই সিনিয়র ক্রিকেটার জরুরি । তাই রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর আস্থা রাখতে চান ।

হুগলির সিঙ্গুরে একটি স্কুলের যুব দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন পেসার । বাইশ গজ থেকে অবসর নিলেও নিয়মিত ক্রিকেটের খবর রাখেন। আফগানিস্তান এবং নেপালের ক্রিকেট দলের কোচিং ব্রিগেডের সঙ্গে সাম্প্রতিক অতীতে যুক্তও ছিলেন । ভারতীয় দলের পারফরম্যান্স নিয়েও সজাগ। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন ।

মনোজ প্রভাকর মনে করেন, ফাইনালের ওই পিচ তিনশোর কাছাকাছি রান করা উচিত ছিল । অথচ ভারতীয় দল চারশো রান করার পরিকল্পনা নিয়ে ব্যাটিং করেছিল । ফলে পরিকল্পনার অভাবেই এই ব্যর্থতা । তিনি মনে করেন, বর্তমান ভারতীয় দল বিশ্বের সেরা । ওডিআই বিশ্বকাপে টানা দশ ম্যাচ জেতার পরে একটি ম্যাচে ব্যর্থতায় শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যায় না ।

Manoj Prabhakar
সিঙ্গুরে একটি স্কুলের যুব দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার

তিনটি বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা পেসার বলছেন, আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল অবশ্যই সাফল্য পাবে । প্রাক্তন ক্রিকেটার হিসেবে অন্য সকলের মতো তিনিও আশাবাদী । অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব নিয়েও প্রশংসা মনোজ প্রভাকরের মুখে । তাঁর মতে, চারটে আইপিএল ট্রফি জেতানো অধিনায়কের নেতৃত্বকে কাঠগড়ায় তোলা যায় না । তাছাড়া ব্যাট হাতেও অধিনায়ক রোহিত দলকে নেতৃত্ব দিয়েছেন । একাধিক ম্যাচে দলকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়েছে মুম্বইকরের ব্যাট । তবে হার্দিক পান্ডিয়ার ব্যাপারে বর্ষীয়ান প্রাক্তন পেসার সচেতন । তাঁর মতে, অলরাউন্ডার জন্ম নেয় না । অলরাউন্ডার তৈরি হয় দলের অধিনায়কের ব্যবহারে । নিজের উদাহরণ টেনে অধিনায়ক সুনীল গাভাসকরের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে । কুলদীপ যাদবকে ব্যবহার করার ক্ষেত্রে অধিনায়কের বাড়তি ভূমিকার প্রয়োজনীয়তার কথা বলছেন প্রভাকর।

নতুন ভারতীয় পেসারদের বিশ্ব ক্রিকেটে দাপট উপভোগ করছেন । প্রাক্তন পেসার হিসেবে বিশ্বাস করেন, বিশ্বের যেকোনও পিচে ভারতীয় পেসাররা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে তৈরি । একইভাবে বাংলার পেসার মুকেশ কুমারের পারফরম্যান্সেও খুশি মনোজ । পাশাপাশি দেশের প্রয়োজনে বিসিসিআই ডাকলে ভালোমানের পেস বোলার তৈরিতেও রাজি মনোজ প্রভাকর ।

আরও পড়ুন:

  1. 'টি-20 প্রদর্শনী, কুলীন ফরম্যাটেই ক্রিকেটের আসল পরীক্ষা', তিলোত্তমায় বললেন লয়েড
  2. জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি খেলা বাধ্যতামূলক করতে চলেছে বিসিসিআই
  3. পঞ্চাশ বসন্ত পেরিয়ে ভারতীয় ক্রিকেটে আজও বিরাজমান দ্রাবিড়ীয় সভ্যতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.