ETV Bharat / sports

BAN vs SL 2nd Test : বুকে ব্যথা, মাঠ থেকে হাসপাতালে কুশল মেন্ডিস!

author img

By

Published : May 23, 2022, 5:19 PM IST

BAN vs SL 2nd Test
মাঠ থেকে হাসপাতালে কুশল মেন্ডিস

মীরপুরে এদিন ফিল্ডিংরত অবস্থায় বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার ক্রিকেটারকে ৷ সংশয় দূর করতে রুটিন চেক-আপের জন্য পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হয় দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারকে (Kusal Mendis hospitalized after complaining chest pain during second test against Bangladesh) ৷

মীরপুর, 22 মে : খেলার মাঠে হৃদরোগের ঘটনা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর ৷ সে তালিকায় নয়া সংযোজন কুশল মেন্ডিস ৷ মীরপুরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথমদিনই বিপত্তি ৷ ফিল্ডিংরত অবস্থায় বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন শ্রীলঙ্কার ক্রিকেটার ৷ সংশয় দূর করতে রুটিন চেক-আপের জন্য পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হয় দ্বীপরাষ্ট্রের ব্যাটারকে (Kusal Mendis hospitalized after complaining chest pain during second test against Bangladesh) ৷

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র কুশলের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে সিলমোহর দিয়েছে ৷ মীরপুর স্টেডিয়ামে এদিন প্রথম সেশনে একটি বল ধরতে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়েন কুশল ৷ প্রাথমিকভাবে সিংহলী ক্রিকেটার চোট পেয়েছেন বলে মনে হলেও বুকে হাত দিয়ে কুশল মেন্ডিস মাঠে শুয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয় ৷ মাঠে প্রবেশ করেন ফিজিও ৷

শ্রীলঙ্কার ফিজিও মাঠে স্ট্রেচার ডাকলেও ধীরে ধীরে উঠে দাঁড়ান কুশল ৷ এরপর পায়ে হেঁটেই মাঠ ছাড়েন ব্যাটিং অলরাউন্ডার ৷ কুশলকে নিয়ে উদ্বেগের মাঝে যদিও দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের শুরুটা দারুণ হয় সফরকারী দলের ৷ মর্নিং সেশনে বিপক্ষের পাঁচ উইকেট তুলে নিয়ে দলকে চালকের আসনে পৌঁছে দেয় বোলাররা ৷ 5 উইকেট হারিয়ে 66 রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ ৷

আরও পড়ুন : কলকাতায় নামার আগে কালবৈশাখীর কবলে বাটলাররা, অভিজ্ঞতা শেয়ার করল রয়্যালস

তবে দ্বিতীয় সেশন থেকে পালটা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ ৷ মুশফিকুর রহিম এবং লিটন দাসের জোড়া শতরানে বিপর্যয় সামনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা ৷ ষষ্ঠ উইকেটে দু'শোরও বেশি রানের অবিভক্ত জুটিতে দলকে বড় রানের লক্ষ্যে নিয়ে যাচ্ছেন দুই ব্যাটার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.