ETV Bharat / sports

RR Scary Experience : কলকাতায় নামার আগে কালবৈশাখীর কবলে বাটলাররা, অভিজ্ঞতা শেয়ার করল রয়্যালস

author img

By

Published : May 22, 2022, 6:51 PM IST

প্লে-অফ খেলতে শনিবার কলকাতায় পৌঁছয় রাজস্থান রয়্যালস ৷ রয়্যালসের বিমান সুরক্ষিত অবস্থায় দমদম বিমানবন্দরের রানওয়ে ছুঁলেও মাঝ আকাশে আচমকাই কালবৈশাখীর কবলে পড়ে ৷ পরদিন সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতাই শেয়ার করে নিল তারা (Rajasthan Royals shared their scary experience to Kolkata from Mumbai) ৷

RR Scary Experience
মাঝ আকাশে কালবৈশাখীর কবলে বাটলাররা

কলকাতা, 22 মে : লখনউ সুপার জায়ান্টসকে টপকে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে শেষ করেছে তারা ৷ মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে হারিয়ে দ্বিতীয়বার ফাইনাল খেলার সুযোগ রাজস্থান রয়্যালসের সামনে ৷ সেই ম্যাচ খেলতেই শনিবাসরীয় বিকেলে কলকাতার বিমান ধরেছিল সঞ্জু স্যামসন নেতৃত্বাধীন পুরো স্কোয়াড ৷ কলকাতা কানেকশনে মাঝ আকাশে আচমকাই কালবৈশাখীর কবলে পড়ে রয়্যালদের বিমান ৷ কী হল তারপর ? সেই অভিজ্ঞতাই রবিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিল তারা (Rajasthan Royals shared their scary experience to Kolkata from Mumbai) ৷

ভিডিয়োতে পরিষ্কার যে শেষ পর্যন্ত রয়্যালসের বিমান সুরক্ষিত অবস্থায় দমদম বিমানবন্দরের রানওয়ে ছুঁতে পারে ৷ তবে তার আগের ছবিটা নিঃসন্দেহে ভয়ঙ্কর ৷ এমনকী মাঝ আকাশে কালবৈশাখীর সম্মুখীন হয়ে রয়্যালদের বিমানের আলোও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ৷ তারই মধ্যে 'হাল্লা বোল' স্লোগান তোলেন ক্রিকেটাররা ৷ বাটলার-অশ্বিনদের রোমাঞ্চকর সেইসব অভিজ্ঞতা রবিবার সকালে শেয়ার করে নেওয়া হয় ফ্র্যাঞ্চাইজির মিডিয়া টিমের তরফে ৷

আরও পড়ুন : মুম্বইয়ের জয়ে প্লে-অফে আরসিবি, উচ্ছ্বাসে মাতলেন কোহলি, ম্যাক্সিরা

উল্লেখ্য, শনিবাসরীয় কালবৈশাখী তিলোত্তমায় যেমন স্বস্তি এনে দেয় তেমনই ঝড়ের প্রভাবে শহরের বেশ কিছু জায়গা থেকে লন্ডভন্ড হয়ে যাওয়ারও খবর মেলে ৷ আইপিএল প্লে-অফের জন্য প্রস্তুত ইডেন গার্ডেন্সও কালবৈশাখীর প্রকোপ থেকে বাদ পড়েনি ৷ গ্রাউন্ড কভার উড়ে যাওয়ার পাশাপাশি প্রেস বক্সের কাঁচ ভাঙে ক্রিকেটের নন্দনকাননে ৷ বিঘ্নিত হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংসের এএফসি ম্যাচও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.