ETV Bharat / sports

IPL 2023: হার-জিত ও অংকের জটিল সমীকরণে আটকে প্লে-অফস এর চতুর্থ দলের ভাগ্য

author img

By

Published : May 21, 2023, 4:13 PM IST

আইপিএল-এর সিজন-16’র চতুর্থ দল কে ? এই প্রশ্নের উত্তরটা ক্রমশ জটিল হয়ে উঠছে ৷ যে লড়াইয়ে এখনও পর্যন্ত ফ্রন্ট রানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তার পরেই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে, তাদের কোয়ালিফিকেশন রয়েছে অংক ৷ আবার লড়াইয়ে না-থেকেও রয়েছে রাজস্থান রয়্যালস ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

কলকাতা, 21 মে: আইপিএল 2023-এর প্লে-অফসে প্রথম তিনটি দল নিশ্চিত হয়ে গিয়েছে শনিবারই ৷ এ বার লড়াই চতুর্থস্থানের জন্য ৷ একদিকে মুম্বই ইন্ডিয়ান্স এবং অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ এখানে দু'দলই 14 পয়েন্টে রয়েছে ৷ তবে, নেট রানরেটের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্সকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে এই মুহূর্তে ৷ তবে, এই দু’টি দল একে অপরের বিরুদ্ধে খেলছে না ৷ আজ বিকেলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ঘরের মাঠে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷ আর চিন্নাস্বামীতে আরসিবি-র প্রতিপক্ষ লিগের এক নম্বর দল গুজরাত টাইটান্স ৷

আজ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের ৷ যে ম্যাচের আগে লিগ টেবিলে মুম্বই 14 পয়েন্ট 6 নম্বরে রয়েছে ৷ তাদের নেট রানরেট -0.128 ৷ অর্থাৎ, এই ম্যাচ শুধু জিতলেই হবে না ৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে রানরেট বাড়ানোর দিকেও নজর দিতে হবে ৷ সেক্ষেত্রে সানরাইজার্সকে বিশাল ব্যবধানে হারাতে হবে তাদের ৷ ওয়াংখেড়ের পাটা উইকেটে তাই মুম্বই ইন্ডিয়ান্স আগে ব্যাট করতে চাইবে ৷ স্কোর বোর্ডে বড় রান তুলে, অল্প রানে সানরাইজার্সকে অলআউট করাই লক্ষ্য হবে রোহিত শর্মার ৷

আর আগে বোলিং করলে অল্প রানের মধ্যে সানরাইজার্সকে আটকে, সেই রান দ্রুত তুলতে হবে ৷ কিন্তু, মুম্বইয়ের বড় চিন্তা তাদের বোলিং ৷ পুরো টুর্নামেন্টে বোলিং বিভাগের খারাপ পারফর্ম্যান্সের জন্যই জেতা ম্যাচ হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে ৷ সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হিসেব অনেকটাই সহজ ৷ ম্যাচ জেত আর প্লে-অফসে কোয়ালিফাই করে যাও ৷ আরসিবি এই মুহূর্তে 14 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় 4 নম্বরে আছে ৷ তাদের নেট রানরেট +0.180 ৷

তবে, ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলিদের কাজটাও সহজ হবে না ৷ তাঁদের প্রতিপক্ষ লিগ টেবিলের এক নম্বর দল গুজরাত টাইটান্স ৷ যাদের ব্যাটিং থেকে বোলিং দু’টো বিভাগই সমানভাবে শক্তিশালী ৷ আবার আরসিবি-র টপ অর্ডারের প্রথম 4 জন ব্যাটারের উপরেই রান তোলা নির্ভর করছে ৷ বাকি লোয়ার মিডল অর্ডার একেবারেই ব্যর্থ ৷ ফলে শক্তিশালী গুজরাত বোলিংয়ের বিরুদ্ধে বড় রান তোলা কঠিন হবে রয়্যাল চ্য়ালেঞ্জার্সদের পক্ষে ৷

আরও পড়ুন: কেবল আইপিএল হিরো হয়ে থাকতে নারাজ, বিদায়ে আগামীর প্রস্তুতি শুরু রিঙ্কুর

এক্ষেত্রে রোহিতরা যদি, বড় ব্যবধানে জিতে নেট রানরেটে আরসিবি-কে টপকে যায় ৷ সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেও নিজেদের নেট রানরেট বাড়ানোর দিকে নজর দিতে হবে ৷ যদি মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে হেরে যায়, সেক্ষেত্রে আরসিবি-র জন্য ম্যাচ জেতাই যথেষ্ঠ ৷ আর ম্যাচ হারলেও, তা খুবই কম ব্যবধানে হারতে হবে ৷ তা না হলে ঘাড়ের কাছে +0.140 নেট রানরেটে 14 পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছে রাজস্থান রয়্যালস ৷ তাই আরসিবি-র কাছে হারার কোনও জায়গা নেই ৷ কিন্তু, রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে জেতার পরেও আরসিবি ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ৷ মোটের উপর, লিগের 70 নম্বর ম্যাচের শেষ বল না গড়ানো পর্যন্ত প্লে-অফসের 4 নম্বর দল চূড়ান্ত হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.