ETV Bharat / sports

IPL 2023: আরসিবি শিবিরে যোগ দিলেন ম্যাক্সওয়েল, তবে পুরোপুরি ফিট নন অজি ক্রিকেটার

author img

By

Published : Mar 25, 2023, 10:57 PM IST

একশো শতাংশ ফিট না হয়েই আইপিএল (IPL 2023) খেলতে আরসিবি শিবিরে যোগ দিলেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ বাঁ-পায়ের ফিবুলা ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ৷ কিন্তু, সেভাবে নিজের ফর্ম দেখাতে পারেননি তিনি ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

বেঙ্গালুরু, 25 মার্চ: আরসিবি ফ্যানদের জন্য সুখবর ৷ রেড অ্যান্ড ব্ল্যাক কালারে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell Joins with RCB Camp) ৷ গতবছর বাঁ-পায়ের ফিবুলা ভেঙে যাওয়ায় ক্রিকেট মাঠ থেকে দীর্ঘদিন বাইরে ছিলেন ৷ কিন্তু, আজ আরসিবি-র পোস্ট করা একটি ভিডিয়োতে ম্যাক্সওয়েল জানিয়েছেন, একশো শতাংশ ফিট তিনি নন ৷ তবে, আইপিএল খেলার মতো ফিটনেস তাঁর রয়েছে ৷ আর খুব শীঘ্রই তিনি ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামছেন ৷ পাশাপাশি, এও জানিয়েছেন তাঁর পুরোপুরি ফিট হতে আরও 2 মাস সময় লাগবে ৷

আগামী 31 মার্চ থেকে আইপিএল এর বল গড়াবে ৷ তার আগে আরসিবি শিবিরে তারকা ক্রিকেটাররা একে একে যোগ দিতে শুরু করেছেন ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলার পর বিরাট কোহলি আজ আইপিএল মোডে শিফট করে গিয়েছেন ৷ গ্লেন ম্যাক্সওয়েল বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন ৷ কোচিং স্টাফ হিসেবে আরসিবি শিবিরে পৌঁছে গিয়েছেন ক্রিস গেইল এবং এবি ডি'ভিলিয়ার্স ৷ সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আগামী 26 মার্চ অর্থাৎ, রবিবার আরসিবি চিন্নাস্বামী স্টেডিয়ামে পুরো দল নিয়ে মাঠে নামবে ৷

আর সেই শিবিরে যোগ দেবেন অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ৷ গতবছর টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শিবির শেষ হওয়ার পরেই তিনি চোট পান ৷ এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে পড়ে যান তিনি ৷ বাঁ-পায়ের ফিবুলা ভেঙে যায় তাঁর ৷ পুরো টি-20 বিশ্বকাপ এবং এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং বিগ ব্যাশ লিগে খেলতে পারেননি তিনি ৷ সম্প্রতি ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেয়ারে কামব্যাক করেছেন ৷ ভাঙা ফিবুলায় অস্ত্রোপচার হয়েছিল তাঁর ৷ এর পর দীর্ঘদিন রিহ্যাবে ছিলেন ম্যাক্সওয়েল ৷

আরও পড়ুন: টসের পরে একাদশ ঘোষণা, একাধিক পরিবর্তিত নিয়মে নয়া আঙ্গিকে আইপিএল

এ দিন আরসিবি-র একটি ভিডিয়ো বার্তায় গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, 2019 সালের পর ফের আরসিবি ঘরের মাঠে নামছে ৷ আর তিনি 100 শতাংশ ফিট না হলেও, টুর্নামেন্টে খেলবেন ৷ ম্যাক্সওয়েলের পুরোপুরি ফিট হতে আরও 2 মাস সময় লাগবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.