ETV Bharat / sports

ICC World Cup 2023: ওয়াংখেড়েতে টসে জিতে রোহিতদের ব্যাট করতে পাঠালো শ্রীলঙ্কা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 1:37 PM IST

Updated : Nov 2, 2023, 3:21 PM IST

ICC World Cup 2023 India Vs Sri Lanka Match: আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ 2023-এর গ্রুপ পর্যায়ের 33তম ম্যাচ আজ শুক্রবার ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা ৷

ICC World Cup 2023 India Vs Sri Lanka Match
ICC World Cup 2023 India Vs Sri Lanka Match

মুম্বই, 2 নভেম্বর: বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়েতে টসে জিতল শ্রীলঙ্কা ৷ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস ৷ ফলে প্রথম ব্যাট করবে ভারতীয় দল ৷

টসের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে তাঁদের দলে কোনও পরিবর্তন করা হয়নি ৷ আগের দুই ম্যাচে তাঁদের যে দল ছিল, আজও সেই দলই খেলছে ৷ অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস জানিয়েছেন যে তাঁদের দলে একটি পরিবর্তন করা হয়েছে ৷ ধনঞ্জয় ডি’সিলভার জায়গায় দলে নেওয়া হয়েছে দাসুন হেমন্তকে ৷

উল্লেখ্য, ভারত এবার ক্রিকেট বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল ৷ এর আগে ছ’টি ম্যাচ খেলে রোহিত শর্মারা ছ’টি ম্যাচেই জিতেছে ৷ এখন পয়েন্ট টেবলে ভারতের স্থান দু’নম্বরে ৷ ভারতের মতো 12 পয়েন্ট নিয়ে টেবলের এক নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ রোহিতদের থেকে তারা রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবলের শীর্ষস্থান দক্ষিণ আফ্রিকা দখল করতে পেরেছে ৷ তবে তারা ভারতের থেকে একটি ম্যাচ বেশি খেলেছে ৷

অন্যদিকে শ্রীলঙ্কা এবার বিশ্বকাপে সেই অর্থে ভালো পারফরমেন্স এখনও পর্যন্ত দেখাতে পারেনি ৷ ভারতের সমসংখ্যক ম্যাচ খেলে কুশল মেন্ডিসরা জিতেছেন মাত্র দু’টি ম্যাচ ৷ তাঁদের পয়েন্ট সংখ্যা চার৷ এই মুহূর্তে তাঁরা পয়েন্ট টেবলের ষষ্ঠস্থানে রয়েছে ৷

বৃহস্পতিবারের ম্যাচের পর ভারতের আরও দু’টি ম্যাচ থাকছে ৷ একটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ আর দ্বিতীয়টি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ আগামী 5 নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত খেলবে ইডেন গার্ডেন্সে ৷ নেদারল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে রোহিত শর্মারা খেলবেন আগামী 12 নভেম্বর ৷ সেটাই এই বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ ৷

অন্যদিকে শ্রীলঙ্কার পরের দু’টো ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ ও নিউ জিল্যান্ড ৷ আগামী 6 নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তারা বাংলাদেশের বিপক্ষে খেলবে ৷ শ্রীলঙ্কার শেষ ম্যাচ আগামী 9 নভেম্বর ৷ সেদিন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ নিউ জিল্য়ান্ড ৷

অন্যদিকে আজ ভারত ও শ্রীলঙ্কার এই ম্যাচের অবশ্য আরও একটি তাৎপর্য রয়েছে ৷ 2011 সালে মুম্বইয়ের এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই হয়েছিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ৷ সেই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত ৷ 12 বছর পর একই স্টেডিয়ামে মুখোমুখি এই দুই দল ৷ পার্থক্য শুধু, সেটা ছিল ফাইনাল আর এটা গ্রুপ লিগের ম্যাচ ৷

আরও পড়ুন: ওয়াংখেড়ের অসম দ্বৈরথে ভারতে সামনে 2011 ফাইনালের প্রতিপক্ষ

Last Updated : Nov 2, 2023, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.