ETV Bharat / sports

ICC World Cup 2023: ওয়াংখেড়ের অসম দ্বৈরথে ভারতে সামনে 2011 ফাইনালের প্রতিপক্ষ

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 8:51 PM IST

India vs Sri Lanka in ICC Cricket World Cup: ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের সামনে 2011 সালের বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ ৷ কিন্তু, সেদিন আর আজকের শ্রীলঙ্কার মধ্যে আকাশ-পাতালের ফারাক ৷ অসম এই দ্বৈরথে ভারতের লক্ষ্যে সেমিফাইনাল ৷ শ্রীলঙ্কার মানরক্ষার লড়াই ৷ লিখেছেন মীনাক্ষী রাও ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

মুম্বই, 1 নভেম্বর: 12 বছর 7 মাস সময় পেরিয়ে গিয়েছে ৷ সেই ওয়াংখেড়ে, সেই বিশ্বকাপের মঞ্চ ৷ 2011 সালের 2 এপ্রিল ছিল আইসিসি বিশ্বকাপর ফাইনাল ৷ আর 2023 সালের 2 নভেম্বর আইসিসি বিশ্বকাপের লিগ পর্যায়ের ম্যাচ ৷ সামনাসামনি ভারত এবং শ্রীলঙ্কা ৷ সময়ের সঙ্গে ভারত আরও শক্তিশালী হয়েছে ৷ টুর্নামেন্টের অপরাজেয় দল ৷ কিন্তু, 2011 সালের সঙ্গে আজকের শ্রীলঙ্কার ফারাক আকাশ-পাতাল ৷ সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়েছে এই দল ৷ বৃহস্পতিবার এই দুই দলের অসম লড়াই আরব সাগরের পাড়ে ৷

'মুম্বই চা রাজা' রোহিত শর্মার ভারতের লক্ষ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 পয়েন্ট তুলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলা ৷ অপরাজেয়র তকমা বজায় রেখে আরও ভয়ংকর হয়ে ওঠা ৷ সেখানেই স্ট্যান্ডবাই অধিনায়ক কুশল মেন্ডিস চাইবেন শেষ তিনটি ম্যাচে ভালো কিছু করে মানরক্ষা করতে ৷ কিন্তু, বৃহস্পতিবার বিশ্বকাপের মঞ্চে সেরা বনাম দুর্বলের লড়াই ৷ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই আগুন ঝড়াচ্ছে ভারত ৷ সেখানে শ্রীলঙ্কার সবচেয়ে দুর্বল দিক তাদের বোলিং বিভাগ ৷ ব্যাটাররা কিছুটা প্রতিরোধ তৈরি করলেও, বোলারদের ব্যর্থতা সেই চেষ্টায় জল ঢালছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আর ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন-আপের সামনে শ্রীলঙ্কার অনভিজ্ঞ বোলিং কতক্ষণ লড়াইয়ে টিকবে ? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷ সম্প্রতি এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ঘরের মাঠে মাত্র 50 রানে গুটিয়ে গিয়েছিল ৷ সেখানে জ্বলে উঠেছিলেন মহম্মদ সিরাজ ৷ এবার বিশ্বকাপে সিরাজ ততটা সফল না-হলেও, তাঁর সেই আতঙ্ক অবশ্যই তাড়া করবে কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমাদের ৷ সঙ্গে জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি ৷ তাঁদের আগুনে বোলিংয়ের সামনে ইংল্যান্ড অসহায় আত্মসমর্পণ করেছিল শেষ ম্যাচে ৷

আরও পড়ুন: কুইন্টন-ডুসান-মিলারের ত্রিফলা ব্যাটিং-তাণ্ডবে বিধ্বস্ত কিউয়িরা

আর শামিকে নিয়ে যত বলা যায়, ততই কম ৷ টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে সুযোগ পাননি ৷ কিন্তু, নিউজিল্যান্ড ম্যাচে ফিরেই প্রথম 5 উইকেট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 4 উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন ভারতীয় দলের 'লালা' ৷ সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার স্পিন ৷ আর ব্যাটে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুল ৷ ওয়াংখেড়ে তাঁদের কাছে স্বর্গ ৷ আর 6 নম্বরে সূর্যকুমার যাদব ৷ ওয়াংখেড়ে তাঁরও ঘরের মাঠে ৷ এই মাঠে প্রতিটি ঘাস তাঁর চেনা ৷ ফলে শ্রীলঙ্কান বোলিংয়ের আগামিকাল বড় পরীক্ষা ৷

আরও পড়ুন: ওয়াংখেড়েতে উন্মোচিত হল ‘বাইশ গজের ঈশ্বরের’ 22 ফুটের মূর্তি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.