ETV Bharat / sports

Hardik Pandya: তাঁর মন্থর ব্যাটিংয়ে হাতছাড়া হয়েছে ম্যাচ, স্বীকারোক্তি হার্দিক পান্ডিয়ার

author img

By

Published : Aug 14, 2023, 4:20 PM IST

India Lost Momentum After 10 Over Hardik Pandya Admits: ভারত 10 ওভারের পরেই ম্যাচ থেকে হারিয়ে গিয়েছে ৷ আর তার পিছনে হার্দিক পান্ডিয়া নিজে দায়ী ৷ ম্যাচ শেষে সাক্ষাৎকারে নিজেকেই এর জন্য দায়ী করেছেন অধিনায়ক হার্দিক ৷ কারণ, ভারতের ব্যাটিংয়ের সময় তিনি অনেক বল নষ্ট করেছেন ৷ সেই কারণে ভারত ম্যাচ থেকে বেরিয়ে গিয়েছিল বলে জানা হার্দিক ৷

Hardik Pandya ETV BHARAT
Hardik Pandya

ফ্লোরিডা, 14 অগস্ট: ভারতের হারের জন্য তিনি দায়ী ৷ 5 ম্যাচের টি-20 সিরিজ 3-2 হারের পর স্বীকারোক্তি ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৷ তাঁর ছন্দে না-থাকা এবং মন্থর ব্যাটিংয়ের কারণে 10 ওভারের পর ভারত ম্যাচ থেকে ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ উল্লেখ্য, ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 165 রান তোলে ভারতীয় দল ৷ 2 ওভার বাকি থাকতে মাত্র 2 উইকেট হারিয়ে 171 রান তুলে ম্যাচ ও সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ৷

রবিবারের ম্যাচে 18 বলে 14 রান করেন হার্দিক ৷ যে ইনিংসে আউট হওয়ার আগে মাত্র এক ছয় মেরেছিলেন ভারতের টি-20 দলের অধিনায়ক ৷ তার আগে প্রথম 16 বলে পঞ্চাশের স্ট্রাইকরেটে মাত্র 8 রান করেছিলেন ৷ তাঁর মন্থর ব্যাটিংয়ের কারণেই ভারত 10 ওভারের পর থেকে ক্রমশ ম্যাচ থেকে দূরে সরে যায় ৷ তা স্বীকারও করে নিয়েছেন হার্দিক ৷ তিনি বলেন, ‘‘আমরা শেষের 10 ওভারের সময়ে ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিলাম ৷ যে সময় আমি নেমেছিলাম, সেখান থেকে আমি সুযোগটাকে কাজে লাগাতে পারিনি ৷ আর আমি অনেক সময় নিয়ে ফেলেছিলাম ৷ কিন্তু, সেটাকে বড় ইনিংসে রূপান্তর করতে ব্যর্থ হয়েছি ৷’’

হার্দিকের মন্থর ব্যাটিংয়ের কারণেই উলটোদিকে থাকা সূর্যকুমার যাদবের উপর বাড়তি চাপ পড়ে এ দিন ৷ তিনি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি ৷ 45 বলে 61 রান করলেও, তা সূর্যকুমার যাদবের স্বভাবোচিত ছিল না ৷ বাধ্য হয়ে বড় শট খেলতে গিয়ে বলের লাইন মিস করেন স্কাই এবং এলবিডব্লিউ হন ৷ শেষ পাঁচ ওভারে ভারত 5 উইকেট হারিয়েছে এদিন ৷ অন্যদিকে, 166 রান ডিফেন্ড করতে নেমেও এ দিন শুরু থেকেই ছন্নছাড়া লেগেছে ভারতীয় বোলিংকে ৷ মূলত স্কোরবোর্ডে রান না-থাকায় শুরু থেকেই চাপে ছিলেন ভারতীয় বোলাররা ৷

আরও পড়ুন: ব্যাট হাতে 'রাজা' ব্রেন্ডন, নির্ণায়ক ম্যাচে 8 উইকেটে হেরে টি-20 সিরিজ খোয়াল ভারত

এ দিনও মুকেশ কুমারকে মাত্র 1 ওভার বল করিয়েছেন হার্দিক ৷ ব্যর্থ হয়েছেন যুজবেন্দ্র চহাল ৷ তিনি 4 ওভারে 51 রান দিয়েছেন ৷ একমাত্র কুলদীপ 4 ওভারে মাত্র 18 রান খরচ করেছেন ৷ ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা কুলদীপের বিরুদ্ধে রক্ষণাত্মক কৌশল নিয়েছিলেন ৷ বাকিদের উপর আক্রমণে যান ব্র্যান্ড কিং, নিকোলাস পুরানরা ৷ ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ব্যর্থ হয়েছেন হার্দিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.