ETV Bharat / sports

India vs West Indies T20I : ব্যাট হাতে 'রাজা' ব্রেন্ডন, নির্ণায়ক ম্যাচে 8 উইকেটে হেরে টি-20 সিরিজ খোয়াল ভারত

author img

By

Published : Aug 14, 2023, 7:47 AM IST

Updated : Aug 14, 2023, 8:32 AM IST

India vs West Indies 5th T20I: টেস্ট ও ওয়ান-ডে জিতলেও ক্যারিবিয়ান সফরে টি-20 সিরিজে হারল ভারত ৷ তৃতীয় ও চতুর্থ ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরালেও শেষরক্ষা হল না ৷ রবিবার রাতে ফ্লোরিডায় ছিল নির্ণায়ক ম্যাচ ৷ তাতে হার্দিক ব্রিগেডকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ ৷

India Vs West Indies
8 উইকেটের জয়ে সিরিজ পকেটে পুড়ল ক্যারিবিয়ানরা

ফ্লোরিডা, 14 অগস্ট: নির্ণায়ক ম্যাচে 8 উইকেটে বিশাল জয় ওয়েস্ট ইন্ডিজের। সমতা ফিরিয়েও শেষরক্ষা হল না ভারতের ৷ রবিবার ফ্লোরিডায় পঞ্চম ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে 3-2 ব্যবধানে সিরিজ টি-20 সিরিজ জিতে নিল ক্যারিবিয়ানরা। শনিবার রাতে চতুর্থ ম্যাচে যশস্বী জয়সওয়াল-শুভমন গিলের যুগলবন্দিতে যেভাবে 9 উইকেটে ক্যারিবিয়ানরা পর্যুদস্ত হয়েছিল, নির্ণায়ক ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান জুটি ৷ এই দুইয়ের ব্যাটিং দাপটে দু'ওভার বাকি থাকতে 'মেন ইন ব্লু'কে 8 উইকেটে হারিয়ে টি-20 সিরিজ পকেটে পুরল শাই হোপের দল ৷

প্রথম দু-ম্যাচে ভারতের ব্যর্থতার প্রধান কারণ ছিল ব্যাটিং। শেষ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতাই ডোবাল হার্দিক পান্ডিয়ার দলকে। ফ্লোরিডায় এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক। তবে ওয়েস্ট ইন্ডিজকে রবিবার মাত্র 166 রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় টিম ইন্ডিয়া ৷ 45 বলে 61 রান করে ভারতীয় ব্যাটিং অর্ডারে একমাত্র সফল সূর্ষকুমার ৷ তিলক বর্মা করেন 27 রান ৷ এছাড়া কেউই 15-র গণ্ডি টপকাতে পারেননি ৷ রোমারিও শেফার্ড একাই 4 উইকেট নেন ৷ মাঝে দু'বার বৃষ্টি এসে সাময়িক বিঘ্ন ঘটায় ম্যাচে। 9 উইকেট হারিয়ে 165 রানেই আটকে যায় ভারতের ইনিংস।

পরে ব্যাট করতে নেমে অপরাজিত 85 রানের অনবদ্য ইনিংস খেলেন ব্রেন্ডন কিং ৷ তাঁকে সাহায্য করেন নিকোলাস পুরান ৷ তিনি অর্ধশতরানের দোরগোড়ায় এসে (47) সাজঘরে ফিরে যান ৷ সিরিজ জিততে ক্যারিবিয়ানদের যখন 51 রান বাকি, তখন ফের বৃষ্টি এসে বন্ধ করে খেলা। যদিও সেই বৃষ্টি শাই হোপের দলের সিরিজ জয়ে বাধা হতে পারেনি ৷ মাত্র 2 উইকেট খুইয়ে লক্ষ্যমাত্রা পূরণ করে সিরিজ জিতে যায় ক্যারিবিয়ানরা ৷ ভারতের হয়ে এদিন একটি করে উইকেট নেন আর্শদীপ এবং তিলক। কেন ওয়েস্ট ইন্ডিজ টি-20 ক্রিকেটে সমীহ জাগানো নাম, সেটা ঘরের মাঠে জিতে বুঝিয়ে দিল শাউ হোপ অ্যান্ড কোং। পাশাপাশি 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20 সিরিজ হারল ভারত ৷ আর সিরিজ হারতেই ফের একবার হার্দিকের অধিনায়কত্ব নিয়ে উঠে গেল প্রশ্ন।

আরও পড়ুন: গিল-যশস্বীর ঝোড়ো ব্যাটিং! ক্যারিবিয়ানদের 9 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ভারতের

Last Updated : Aug 14, 2023, 8:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.