হার সহ্য করতে না পেরে ম্যাক্সওয়েলের ভারতীয় বংশোদ্ভুত স্ত্রীকে আক্রমণ নেটপাড়ার! জবাব দিলেন বিনি রমনও

হার সহ্য করতে না পেরে ম্যাক্সওয়েলের ভারতীয় বংশোদ্ভুত স্ত্রীকে আক্রমণ নেটপাড়ার! জবাব দিলেন বিনি রমনও
Maxwell's wife Vini Raman Slams Indian Fans: অস্ট্রেলিয়ার জয়ের পর তাঁকে পাঠানো হচ্ছে জঘন্য সব মেসেজ ৷ এবার ট্রোলারদের এক হাত নিলে গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী বিনি রমন ৷
আমেদাবাদ, 20 নভেম্বর: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এবার অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রীকে আক্রমণ শুরু করল নেটপাড়া ৷ ভারতীয় বংশদ্ভুত বিনি রমনের সঙ্গে গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হন গ্লেন ৷ তাঁকেই কুরুচিকর আক্রমণ করতে শুরু করেছে কেউ কেউ ৷ রবিবার ভারতীয় দলকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ ট্রফি জয় করেছে অস্ট্রেলিয়া ৷ আমেদাবাদে এই বিরাট স্বপ্নভঙ্গের পর স্বাভাবিকভাবেই হতাশ অনুুরাগীরা ৷ নানাভাবে অনেকেই সমালোচনা করছেন ভারতীয় দলের ৷ তবে এরই মাঝে ঘটল এই অপ্রীতিকর ঘটনা ৷
গ্লেনের স্ত্রী তাঁর সাম্প্রতিক ইনস্টা পোস্টে জানিয়েছেন একথা ৷ তিনি লেখেন, "আর এইবার শুরু হল জঘন্য সব মেসেজ পাঠানো ৷ সুস্থ হয়ে উঠুন ৷ ভাবতেই পারছি না আমাকে এইসব কথা বলতে হচ্ছে ৷ আপনি ভারতীয় হতেই পারেন ৷ কিন্তু আপনি তো সেই দেশকেও সমর্থন করবেনই যেখানে আপনার জন্ম ৷ যে দলে আপনার স্বামী খেলছে এবং আপনার ছেলে খেলবে ৷ যাঁদের কোনও বুদ্ধি নেই তাঁরা একটু চুপ থাকুন ৷ আর সারা বিশ্বে আরও অনেক বিষয় আছে যা নিয়ে আলোচনা করা যায় ৷"
কয়েক কোটি ভারতীয় অনুরাগীর মন ভেঙেছে রবিবার ৷ অস্ট্রেলিয়ার দুরন্ত রণকৌশলের সামনে দাঁড়াতেই পারেনি 'মেন ইন ব্লু' ৷ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনও বিভাগেই লড়াই দিতে পারেননি ভারতীয় ক্রিকটাররা ৷ কিন্তু তাতে হতাশ হয়ে যেভাবে বিনিকে আক্রমণ করা হয়েছে তা মেনে নিতে পারেননি অনেকেই ৷
বিনির বাবা-মা ভারতীয় ৷ তাঁরা তামিলনাড়ুর মানুষ তবে বিনির জন্ম এবং বেড়ে ওঠা সবটাই মেলবোর্নে ৷ গতবছর 18 মার্চ তাঁর সঙ্গে ম্যাক্সির বিয়ে হয় ৷ এবছর ৷ এবছর সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা হন তিনি ৷ ম্যাক্সওয়েলের ছেলের নাম লোগান ৷ প্রসঙ্গত, ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন ৷ 150.37 স্ট্রাইক রেটে 9টি ম্যাচে 400 রান করেছেন তিনি ৷
আরও পড়ুন:
