ETV Bharat / sports

ICC World Cup 2023: গতবার ফাইনালের পুনরাবৃত্তি হলে আইসিসি'র করণীয় কী! দেখে নেওয়া যাক বদলে যাওয়া নিয়ম

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 6:42 PM IST

2019 সালে বিশ্বকাপ ফাইনালের পর প্রশ্ন উঠেছিল আইসিসির 'বাউন্ডারি রুল' নিয়ে ৷ সেই সমালোচনার ঝড় উঠতেই নিয়ম পরিবর্তন করেছে আইসিসি ৷ দেখে নেওয়া যাক কী বলছে আইসিসির নতুন রুল বুক?

ICC World Cup 2023
বিশ্বকাপের আগে দেখে নিন আইসিসির নতুন রুল বুক

হায়দরাবাদ, 4 অক্টোবর: 2019 সালের বিশ্বকাপ ফাইনাল ৷ যুযুধান দুই প্রতিপক্ষের লড়াইয়ে রীতিমতো জমে উঠেছিল ম্য়াচ ৷ না ইংল্যান্ড, না তো নিউজিল্যান্ড; বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়তে কেউ রাজি ছিল না ৷ এমনকী ফলাফল মেলেনি সুপার ওভারেও ৷ কিন্তু তারপর যে কাণ্ড ঘটেছিল ক্রিকেটের মক্কায় তা মেনে নিতে পারেননি অনুরাগীদের অনেকেই ৷ আইসিসির নিয়ম অনুসারে ম্য়াচে বেশি বাউন্ডারি হাঁকিয়ে বিশ্বকাপ ঘরে তুলে নেন ইয়ন মরগ্যানরা ৷ আর অন্য়দিকে হতোদ্যম কেন উইলিয়ামসনকে দেখে সেদিন অনেকেরই মনে পড়ে গিয়েছিল মহাভারত-এর কর্ণের কথা ৷ ট্র্যাজিক নায়ক হয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল তাঁকে ৷ তারপর থেকেই এই নিয়ম নিয়ে শুরু হয় সমালোচনার ঝড় ৷ আরও একবার শিয়রে আইসিসি ওয়ার্ল্ড কাপ ৷ এবারও যদি ঘটে তেমনই কোনও ঘটনা, তাহলে কী হবে, কী বলছে আইসিসির সংশোধিত সংবিধান

ত্রয়োদশ বিশ্বকাপের ঘণ্টা ইতিমধ্য়েই বেজে গিয়েছে ৷ আর কয়েক ঘণ্টা পর আমেদাবাদে গতবারের রানার্স আপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই মহাকাব্যিক যুদ্ধের জন্য় এখন তৈরি সকলেই ৷ আসুন দেখে নেওয়া যাক বিতর্কিত 'বাউন্ডারি রুল'-এ এবারে কী পরিবর্তন এনেছে আইসিসি! আগে আইসিসির নিয়ম ছিল ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলে থাকবে একটি সুপার ওভার ৷ সেই সুপার ওভারেও ম্যাচের ফলাফল না-পাওয়া গেলে লাগু হবে 'বাউন্ডারি রুল' ৷ এবার কিন্তু এই ক্ষেত্রে পরিবর্তন এনেছে আইসিসি ৷

জানা গিয়েছে ম্যাচ যদি টাই হয় তাহলে শুধু একটি সুপারওভার নয়, যতগুলি প্রয়োজন ততগুলি সুপারওভারের আয়োজন করা হবে ৷ আর এই সুপার ওভারই ঠিক করবে কে জিতবে সোনালি ট্রফি! তবে সাধারণ ম্যাচের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না ৷ কিন্তু যদি সেমিফাইনাল বা ফাইনালে ম্য়াচ টাই হয়, তাহলে মানতে হবে এই নিয়ম ৷

অন্য়দিকে ওয়ার্ম আপ ম্য়াচগুলি দেখেই বোঝা গিয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা ভোগাবে পারে আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টকে ৷ টানা বৃষ্টির জেরে তো ভারতের দু'টি প্রস্তুতি ম্য়াচই ভেস্তে গিয়েছে ৷ তাই ডাকওয়ার্থ লুইস স্ট্রেন মেথড বা ডিএলএস যে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য ৷ কিন্তু যদি বৃষ্টির জেরে ম্যাচই ভেস্তে যায় তাহলে? এক্ষেত্রে থাকছে বাড়তি একটি দিন ৷ পরের দিন আবার হবে লড়াই ৷

আরও পড়ুন: যে কোনও জায়গায় নিজেকে প্রমাণ করতে পারে ঈশান, আত্মবিশ্বাসী বাবা

মজার বিষয় হল, আইসিসি একটি নিয়ম তৈরি করেছে শুধুমাত্র চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের জন্য ৷ নিয়ম অনুযায়ী, পাকিস্তান গ্রুপে যে স্থানেই শেষ করুক না কেন তারা যদিও শেষ চারে পৌঁছয় তাহলে সেমিফাইনাল তাদের খেলতে হবে কলকাতার ইডেন গার্ডেনসে ৷ অন্যদিকে ভারতের ক্ষেত্রে সেমিফাইনাল হতে পারে মুম্বইতেও ৷ এক্ষেত্রে পাকিস্তান যদি গ্রুপ লিগ থেকে বাইরে চলে যায় তাহলেই সেটা সম্ভব ৷ কারণ, যদি ভারত-পাকিস্তান সেমিফাইনাল হয় তবে তা হবে তিলোত্তমাতেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.