ETV Bharat / sports

ICC World Cup 2023: যে কোনও জায়গায় নিজেকে প্রমাণ করতে পারে ঈশান, আত্মবিশ্বাসী বাবা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 1:24 PM IST

Updated : Oct 4, 2023, 1:54 PM IST

The Caring Son Ishan Kishan Says His Parent: আর মাত্র একদিন ৷ তার পরেই ক্রিকেটের মহাযজ্ঞের আসর বসবে ভারতীয় ভূখণ্ডে ৷ যে টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ঈশান কিষাণ ৷ তার আগে ঈশানের বাবা-মা’র সঙ্গে বিশেষ আলাপচারিতায় যোগ দিলেন ইটিভি ভারতের ব্রিজ পান্ডে ৷

Image Courtesy: Ishan Kishan Twitter/X
Image Courtesy: Ishan Kishan Twitter/X

রাঁচি, 4 অক্টোবর: মহেন্দ্র সিং ধোনি নেই ৷ তবে 2023 বিশ্বকাপে ভারতীয় দলে ঝাড়খণ্ডের ক্রিকেটার হিসেবে মাহির শূন্যস্থান পূরণ করতে তৎপর আরেক স্টাম্পার-ব্যাটার ৷ মহেন্দ্র সিং ধোনির পর ফের বিশ্বকাপের মঞ্চে রাঁচির ছেলে ঈশান কিষাণ ৷ ঝাড়খণ্ডের এই উইকেটরক্ষককে ঘিরে উন্মাদনা সেখানকার মানুষের মধ্যে ৷ মেগা ইভেন্টে ভারত নামার আগে ঈশানের বাবা-মা’র সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে ইটিভি ভারত ৷

ঈশান কিষাণ যে কোনও পজিশনে খেলতে পারে: বাবা-মা, দাদা-বৌদির সঙ্গে যৌথ পরিবারে থাকেন ভারতের তরুণ উইকেট-কিপার ব্যাটার ঈশান কিষান ৷ সবাই আশা করছেন এবার ঈশান শুধু ভালো পারফর্ম করবেন তাই নয়, টিম ইন্ডিয়াও আগামী 19 নভেম্বর বিশ্বকাপ ট্রফি তুলবে তৃতীয়বারের জন্য ৷ ঈশানের বাবা প্রণব পাণ্ডে জানালেন, তাঁর ছেলে যথেষ্ট প্রতিভাবান ৷ ও যে কোনও জায়গা নেমে ভারতের হয়ে ব্যাটিং করতে পারে এবং রানও করতে পারবে ৷

আর এর উদারহণ হিসেবে তিনি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ঈশান এবং সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়ার পার্টনারশিপের কথা উল্লেখ করেন ৷ তিনি বলেন, "পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে মিডল-অর্ডারে নেমে দারুণ পার্টনারশিপ করেছিল ঈশান ৷ সেই ম্যাচে মিডল-অর্ডারে ওর পারফরম্যান্স ভালো ছিল ৷ ওপেনার হোক বা মিডল-অর্ডার ব্যাটার, সবাই জানে ও যে কোনও পজিশনে ভালো খেলতে পারে ৷ আইপিএলে মিডল-অর্ডারে নেমে ও ভালো পারফর্ম করেছিল ঈশান ৷

আবার কবে ঈশান দ্বিতীয় ডাবল-সেঞ্চুরি পাবেন ?

ঈশানের বাবা বলেন, ‘‘এটা নির্ভর করছে ঈশান কতটা সুযোগ পাচ্ছে এবং কত নম্বরে ব্যাট করছে, তার উপর ৷ আর এটা পরিস্থিতির উপরও নির্ভর করে ৷ ঈশান যদি মিডল-অর্ডারে ব্যাট করে, তাহলে কখন ব্যাট করতে নামছে, কত ওভার বাকি থাকতে নামছে, সেই সব দিকগুলিকে দেখে একজন ব্যাটার বুঝতে পারবে সে কত রান করতে পারবে ৷ পুরোটাই পরিস্থিতির উপর নির্ভর করছে ৷’’ তাঁর মতে, ভারতীয় দলের সবাই খুব ভালো ব্যাটিং করছেন ৷ তাই এখনই আগাম কিছু বলা সম্ভব নয় ৷

ঈশান কিষাণ না কেএল রাহুল, কে ভালো ?

ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে কে ভালো ? এই তুলনায় যেতে নারাজ প্রণব পান্ডে ৷ তিনি বলেন, ‘‘সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলির মধ্যে আগে তুলনা টানা হত ৷ কখনও কখনও ঈশান এবং কেএল-এর মধ্যে হয় ৷ আবার কখনও অন্য কারও সঙ্গে তুলনা টানা হবে ৷ এই পুরোটা পরিস্থিতির উপর নির্ভর করে ৷ তাই ঈশান ও কেএল রাহুলের প্রথম একাদশে অন্তর্ভুক্তি পরিস্থিতির উপর নির্ভর করছে ৷’’

আরও পড়ুন: রাহুল নয়, নিয়মিত উইকেটরক্ষক ঈশানেই ভরসা মোঙ্গিয়ার; জানালেন ইটিভি ভারতকে

প্রণব পাণ্ডে আশাবাদী ভারতীয় দল বিশ্বকাপ ট্রফি জিতবে ৷ তাঁর কথায়, ‘‘ভারত যেভাবে পারফর্ম করছে, তাতে আমি আশাবাদী যে এবার আমরা বিশ্বকাপ জিতব ৷’’ ঈশান যে এই স্তরে ক্রিকেট খেলবেন, তা তিনি কোনও দিন ভাবেননি ৷ তাঁর মনে হয়েছিল, রঞ্জি ট্রফি খেলে ভালো চাকরি পেয়ে জীবন গুছিয়ে নিতে পারবে ঈশান ৷ তবে, আজ বাবা হিসেবে তিনি গর্বিত ৷ ছেলে যখন ভারতের জার্সি গায়ে মাঠে খেলতে নামেন, তখন তিনি খুবই গর্ব অনুভব করেন ৷ পাশাপাশি ছেলে হিসেবেও ঈশানকে একশোতে একশো নম্বর দিলেন প্রণব পাণ্ডে ৷ জানালেন পরিবারের সকলের প্রতি যত্নশীল ভারতীয় ক্রিকেটের এই তরুণ প্রতিভা ৷

আর ক্রিকেটের জন্য স্কুল ছাড়তে হয়েছিল ঈশানকে ৷ তাঁর বাবা জানালেন, অনুর্ধ্ব-16 খেলার সময় স্কুলে অনিয়মিত ছিলেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷ সেই সময় স্কুলে উপস্থিতির হার একেবারেই কম ছিল ৷ তাই স্কুল কর্তৃপক্ষ ঈশানকে স্কুল বা ক্রিকেট যে কোনও একটা বেছে নিতে বলেছিল ৷ কোনও চিন্তাভাবনা ছাড়াই খেলা পাগল ঈশান, ক্রিকেটকে বেছে নিয়েছিলেন ৷ আর বাবা হিসেবে প্রণব পান্ডে তাঁকে সমর্থন করেছিলেন ৷ ফলে পরবর্তী সময় একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা ঈশান অন্য স্কুল থেকে শেষ করেন ৷

আরও পড়ুন: বিশ্বজয়ের খরা কাটাতে গেমচেঞ্জার হতে পারে হার্দিক-বুমরা-কুলদীপ, বলছেন ঝুলন

আর ঈশানের মা সুচিত্রা সিং, তাঁর কী মত ছেলেকে নিয়ে ? জানালেন, ছেলেকে টিভিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখে তাঁর সবচেয়ে বেশি আনন্দ হয় ৷ জানালেন, ঈশানের প্রথম দু’শো রানের ইনিংসের দিন তাঁর বিশ্বাস ছিল ছেলের প্রতি ৷ আর সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করে ভারতের হয়ে দু’শো রানের ইনিংস খেলেন ঈশান ৷ তবে, ঈশানের সঙ্গে বাকি সব বিষয় নিয়ে কথা বললেও, সুচিত্রা সিং ছেলের ক্রিকেট নিয়ে কখনও কোনও কথা বলেন না ৷

আর ছেলে হিসেবে তিনিও ছেলেকে একশো নম্বর দিলেন ৷ যে অল্প সময়ের জন্য ঈশান বাড়িতে ফেরেন, তখন বাড়ির সামনে লোকজনের ভিড় লেগে থাকে একটা ছবি তোলার জন্য ৷ তাঁর সঙ্গে হাত মেলানোর জন্য ৷ কিন্তু, সবাইকে তিনি সময় দিতে পারেন না ৷ কারণ, সেই সময়টা ক্রিকেটার নয়, বাড়ির ছেলে হিসেবে বাবা-মা এবং ভাই-বোনের সঙ্গে কাটাতে পছন্দ করেন ঈশান কিষাণ ৷ সুচিত্রা সিং জানালেন, বিশ্বকাপে তাঁর ছেলে যাতে সফল হয় সেই আশির্বাদ তিনি সবসময়ই করেন ৷ সেই সঙ্গে ভারতীয় দল যাতে আবারও ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারে, সেই প্রার্থনাও করবেন বলে জানালেন ঈশান কিষাণের মা ৷

Last Updated : Oct 4, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.