ETV Bharat / sports

Eoin Morgan Retired: ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা ইয়ন মর্গ্যানের

author img

By

Published : Feb 13, 2023, 5:20 PM IST

ক্রিকেটের সবরকম ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান (Eoin Morgan Retired) ৷ এদিন একটি বিবৃতি প্রকাশ করে নিজের অবসরের কথা জানান তিনি ৷ 2019 সালে মর্গ্যানের নেতৃত্বে প্রথম ওয়ান ডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড ৷ গত বছর জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি ৷
Eoin Morgan Retired ETV BHARAT
Eoin Morgan Retired

লন্ডন, 13 ফেব্রুয়ারি: 2019 ওয়ান ডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ৷ 36 বছর বয়সি মর্গ্যান সোমবার ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি-সহ সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ৷ এদিন সোশাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ৷ (Eoin Morgan Announces Retirement from All Form of Cricket) ৷ তবে, ক্রিকেট খেলা থেকে অবসর নিলেও, ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷

আজ অবসরের কথা জানিয়ে পোস্ট করা বিবৃতিতে তিনি লেখেন, ‘‘আমি খুব গর্বের সঙ্গে ক্রিকেটের সব ফরম্যাট থেকে আমার অবসরের কথা ঘোষণা করছি ৷ অনেকদিনের খেলার পর আমার মনে হয়েছে, এটাই সঠিক সময় এই খেলাটা থেকে সরে আসার ৷ এই খেলা আমাকে জীবনের সবকিছু দিয়েছে ৷’’ উল্লেখ্য, জন্মগতভাবে আয়ারল্যান্ডের নাগরিক হলেও, 2005 সালে মিডলসেক্স কাউন্টি ক্লাবে যোগ দেন ৷ সেখান থেকেই তাঁর ক্রিকেট সফর শুরু ৷ থ্রি-লায়েন্সের হয়ে জাতীয় দলে অভিষেক ৷ এরপর 2019 সালে বিশ্বকাপ জয় ৷ এসবই মর্গ্যানের সেই বিবৃতিতে উল্লেখ রয়েছে ৷

সম্প্রতি সাউথ আফ্রিকা 20 লিগে খেলেছেন ইয়ন মর্গ্যান ৷ পার্লস রয়্যালসের হয়ে ব্যাট হাতে শেষবার মাঠে নেমেছেন ৷ এর পরেই অবসরের কথা জানালেন তিনি ৷ বিবৃতিতে মর্গ্যান তাঁর স্ত্রী তারাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘প্রত্যেক ক্রীড়াবিদের জীবন ওঠাপড়া থাকে ৷ আমার জীবনেও একাধিকবার সেই ওঠাপড়ার মুহূর্ত এসেছে ৷ কিন্তু, আমার পরিবার সবসময় পাশে থেকেছে ৷ আমার বন্ধুদের সেই সময়গুলোতে পাশে পেয়েছিলাম ৷ বিশেষ করে আমার স্ত্রী তারাকে ধন্যবাদ জানাব ৷ আর আমার কাছের বন্ধুদের, যাঁরা সবসময় আমাকে সমর্থন করে গিয়েছেন ৷’’

আরও পড়ুন: ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে

মর্গ্যান জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পরিবারের সঙ্গে অনেক বেশি করে সময় কাটিয়েছেন ৷ নিজের কাছের মানুষদের সময় দিতে পেরেছেন তিনি ৷ আর ভবিষ্যতে আর এমন অনেক সময় তিনি পরিবার এবং প্রিয়জনদের দিতে চান ৷ অবসরের বিবৃতিতে তাঁর খেলা সবদলের সতীর্থ, কোচ, সাপোর্ট-স্টাফ এবং সমর্থকদেরও ধন্যবাদ দেন ইয়ন মর্গ্যান ৷ ইংল্যান্ডের জার্সিতে মোট 16টি টেস্ট খেলে 700 রান করেছেন তিনি ৷ আর একদিনের ক্রিকেটে 248 ম্যাচ খেলে 7 হাজার 701 রান করেন মর্গ্যান ৷ 115 টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন থ্রি-লায়ন্সের হয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.