ETV Bharat / sports

Border-Gavaskar Trophy: ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে

author img

By

Published : Feb 13, 2023, 2:21 PM IST

ধরমশালা থেকে তৃতীয় টেস্ট সরিয়ে আনা হল ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ৷ আগামী 1 মার্চ থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্ট ৷

Border-Gavaskar Trophy ETV BHARAT
Border-Gavaskar Trophy

মুম্বই, 13 ফেব্রুয়ারি: ধরমশালা থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ আগেই সরে গিয়েছিল খারাপ আবহাওয়ার কারণে ৷ তবে, পরিবর্তিত ভেন্যু কোথায় হবে, সে নিয়ে একটা প্রশ্ন ছিলই ৷ বিসিসিআই এদিন জানাল, বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট হবে ইন্ডোরের হোলকার স্টেডিয়ামে (India vs Australia 3rd Test Shifted to Indore from Dharamshala) ৷ এদিন বিসিসিআই এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ৷ গত 9 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সিরিজে ভারত নাগপুরের প্রথম ম্যাচ ইনিংস ও 132 রানে জিতে 1-0 এগিয়ে রয়েছে ৷ দ্বিতীয় টেস্টে দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ৷

বিজ্ঞপ্তিতে বিসিসিআই বলেছে, "অস্ট্রেলিয়ার ভারত সফরে বর্ডার-গাভাসকর ট্রফির মাস্টারকার্ড তৃতীয় টেস্ট 1-5 মার্চ পর্যন্ত এইচপিসিএ স্টেডিয়াম ধরমশালায় হওয়ার কথা ছিল ৷ পরিবর্তে সেটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে হবে ৷" বিসিসিআই এর তরফে জানানো হয়েছে, উত্তর ভারতে ঠান্ডায় ভয়াবহ পরিস্থিতির কারণে ধরমশালা থেকে ম্যাচ সরাতে হল ৷ মাঠে ঘাসের পরিমাণ খুবই কম ৷ আর ম্যাচের জন্য প্রস্তুত করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে বিসিসিআই ৷

সিরিজে ভারত এই মুহূর্তে 1-0 এগিয়ে রয়েছে ৷ প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই চূড়ান্ত ব্যর্থ ৷ স্পিন জুজুতে আতঙ্কিত অজি ব্রিগেড জাদেজা এবং অশ্বিনের নির্বিষ স্ট্রেটারে ধরাশায়ী হয়ে গিয়েছে ৷ বিশেষত, দ্বিতীয় ইনিংসে মাত্র 91 রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ সিরিজের দ্বিতীয় টেস্ট দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে 17-21 ফেব্রুয়ারি পর্যন্ত হবে ৷ সেখানে অজিরা ব্যাটিং ব্যর্থতা সামাল দিতে পারে কিনা, সেটাই দেখার ৷

আরও পড়ুন: স্বপ্নের পারফরম্যান্সে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরও কাছে রোহিতরা

পরের ম্যাচে ভারতীয় শিবিরে কোনও বদল হবে না ধরে নেওয়া যায় ৷ কিন্তু, অস্ট্রেলিয়া তাঁদের বোলিং ও ব্যাটিংয়ে কতগুলি বদল আনবে সেটাই বড় প্রশ্ন ৷ মনে করা হচ্ছে বাঁ-হাতি স্পিনার অ্যাশটন আগার প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ৷ সেক্ষেত্রে স্কট বোল্যান্ডকে বসানো হতে পারে ৷ তবে, হেজলউড এবং ক্যামরন গ্রিন ম্যাচ ফিট থাকলে, দলে সুযোগ পান কিনা, সেটাও দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.