ETV Bharat / sports

Cricket in Olympics: 128 বছর পর অলিম্পিকসে ফের বাইশ গজের লড়াই! জোরালো হচ্ছে সম্ভাবনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 11:04 PM IST

2028 সালের লস অ্যাঞ্জেলসে অলিম্পিকে ফ্ল্যাগ ফুটবল, বেসবল এবং সফটবলের সঙ্গে জায়গা করে নিতে চলেছে ক্রিকেটও ৷

Etv Bharat
Etv Bharat

লন্ডন, 9 অক্টোবর: 2023 সালের এশিয়ান গেমসে পুনরায় অন্তর্ভুক্তি ঘটেছে ক্রিকেটের ৷ আর প্রথম সুযোগেই ভারতীয় মহিলা ও পুরুষ দল জিতে নিয়েছে সোনার পদক ৷ এবার ক্রিকেট কি আসতে চলেছে অলিম্পিকেও? আর্জিটা অনেকদিনের ৷ এবার পূরণ হতে পারে ক্রিকেটপ্রেমীদের এই স্বপ্ন ৷ কারণ 'গার্ডিয়ান'-এর রিপোর্ট বলছে ফ্ল্যাগ ফুটবল, বেসবল এবং সফটবলের সঙ্গে 2028 সালের অলিম্পিকে জায়গা করে নিতে চলেছে ক্রিকেটও ৷

'দ্য গার্ডিয়ান'-এর রিপোর্টে দাবি করা হয়েছে 15 অক্টোবর মুম্বইয়ে 141তম ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির সেশন শুরু হতে চলেছে ৷ সেখানেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে ৷ 2028 সালে অলিম্পিক গেমসের আসর বসতে চলেছে লস অ্যাঞ্জেলসে ৷ রিপোর্ট বলছে, ল্যাক্রোস এবং স্কোয়াশকেও এই অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হতে চলেছে ৷ এর আগে যে অলিম্পিকে ক্রিকেট খেলা হয়নি তা কিন্তু ঠিক নয় ৷ 1900 সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট যুদ্ধে নেমেছিল ইংল্যান্ড ও ফ্রান্স ৷ এই একবারই স্বর্ণপদকের ম্য়াচ খেলা হয় অলিম্পিকসে ৷

তারপর আর অলিম্পিকে ক্রিকেটের দেখা মেলেনি ৷ জানা গিয়েছে 2028 সালের অলিম্পিকে টি-20 ফরম্যাটে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হবে ৷ শুধু পুরুষ দল নয়, মহিলা ক্রিকেটও সমান সুযোগ পাবে অলিম্পিকসে ৷ আর তাহলে ভারত তথা এশিয়ায় একটি বড় বাজার খুলে যাবে জানিয়েছে 'দ্য গার্ডিয়ান' ৷

আরও পড়ুন: স্যর হ্যাডলির নজির ছুঁয়ে কিউয়িদের 'ডাচ বধে' নেতৃত্ব দিলেন স্যান্টনার

ক্রিকেট নিয়ে ভারতে উন্মাদনা চরমে ৷ এই মুহূর্তে 2024 সালের প্যারিস অলিম্পিকসের জন্য ব্রডকাস্ট রাইট ভারতে বিক্রি হয়েছে 15.6 মিলিয়ন পাউন্ডে ৷ ক্রিকেটের অন্তর্ভুক্তি হলে 2028 সালের জন্য তা বেড়ে দাঁড়াবে প্রায় 150 মিলিয়ন পাউন্ড, এমনটাই ধারণা ৷ তাই ক্রিকেটকে অলিম্পিকসে জায়গা দিতে মরিয়া কর্মকর্তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.