ETV Bharat / sports

ICC World Cup 2023: স্যর হ্যাডলির নজির ছুঁয়ে কিউয়িদের 'ডাচ বধে' নেতৃত্ব দিলেন স্যান্টনার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 10:18 PM IST

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের ৷ হায়দরাবাদে ডাচবাহিনীকে 99 রানে হারাল কিউয়িরা ৷ তাদের সেই জয়ে নেতৃত্ব দিলেন মিচেল স্যান্টনার ৷ ঝোড়ো 36 রানের পাশাপাশি নিলেন 5টি উইকেট ৷

সৌঃ টুইটার
mitchell santner takes five wickets

হায়দরাবাদ, 9 অক্টোবর: নিজামের শহরে নেদারল্যান্ডসকে হারিয়ে চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল নিউজিল্যান্ড ৷ আর 'ব্ল্যাক ক্যাপস'-এর সহজ জয়ে বল হাতে নেতৃত্ব দিলেন মিচেল স্যান্টনার ৷ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে ভারতের জল-হাওয়ার সঙ্গে ভালোই পরিচিত কিউয়ি স্পিনার ৷ সেই অভিজ্ঞতাকেই এদিন কাজে লাগালেন স্যান্টনার ৷ পাঁচ ডাচ ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরিয়ে দলকে 99 রানে জয় এনে দিলেন বাঁ-হাতি স্পিনার ৷ সেইসঙ্গে গড়লেন নজির ৷

কিংবদন্তি রিচার্ড হ্যাডলি এবং শেন বন্ডের রেকর্ড ছুঁয়ে তৃতীয় কিউয়ি বোলার হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট নিলেন স্যান্টনার ৷ তবে স্পিনার হিসেবে তিনিই প্রথম এই কৃতিত্ব ছুঁলেন ৷ 10 ওভার হাত ঘুরিয়ে 59 রানে 5 উইকেট নেন স্যান্টনার ৷ ফলত 323 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 223 রানেই গুটিয়ে গেল 'ডাচ'রা ৷ বিশ্বচ্যাম্পিয়নদের হেলায় হারানোর পর কেন উইলিয়ামসনহীন 'ব্ল্য়াক ক্যাপস' দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিল ৷

এছাড়া তিন উইকেট পেলেন ম্যাট হেনরি, এক উইকেট রাচিন রবীন্দ্রর ঝুলিতে ৷ বল হাতে যদি স্যান্টনার নেতৃত্ব দিয়ে থাকেন তবে ব্যাট হাতে এদিন কিউয়িদের নায়ক অনেকে ৷ হায়দরাবাদে এদিন টস জিতে নেদারল্যান্ডসের প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফেরে উইল ইয়ং(70), রাচিন রবীন্দ্র (51) এবং দলনায়ক টম ল্যাথামের (53) ব্যাটে ৷

আরও পড়ুন: 'বুঝেশুনে ফিল্ডিং না-করলে বিপদ', ধরমশালার মাঠে নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাটলার

বল হাতে ভেলকি দেখানোর আগে এদিন ব্যাট হাতেও 17 বলে ঝোড়ো 36 রানের অপরাজিত ইনিংস খেলেন স্যান্টনার ৷ এর মধ্যে ইনিংসের শেষ বলে 13 রানে সংগ্রহ করেন এই স্পিনিং অলরাউন্ডার ৷ প্রথমে বাস ডে লিডের নো-বলে ছক্কা হাঁকানোর পর ফ্রি-হিটেও ছয় মারেন স্যান্টনার ৷ সবমিলিয়ে ব্যাটে-বলে 'ডাচ বধে' নেতৃত্ব দিয়ে মাঠ ছাড়লেন তিনি ৷ শুক্রবার তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে গতবারের রানার্সরা ৷ ওই ম্যাচে দলে ফিরতে পারেন উইলিয়ামসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.