ETV Bharat / sitara

Harnaaz Sandhu On Hijab Row: মেয়েদের নিশানা করা বন্ধ করুন, ওদের বাঁচতে দিন: হিজাব ইস্যুতে হরনাজ

author img

By

Published : Mar 28, 2022, 12:17 PM IST

মেয়েদের নিশানা করা বন্ধ করুন, ওদের নিজের মতো বাঁচতে দিন (Miss Universe 2021 Harnaaz Sandhu) ৷ হিজাব ইস্যুতে প্রশ্নের জবাবে এ কথা বললেন মিস ইউনিভার্স হরনাজ সান্ধু (Harnaaz Sandhu On Hijab Row) ৷

"Stop Targeting Girls, Let Them Live": Miss Universe 2021 Harnaaz Sandhu On Hijab Row
মেয়েদের নিশানা করা বন্ধ করুন, ওদের বাঁচতে দিন: হিজাব ইস্যুতে হরনাজ

মুম্বই, 28 মার্চ: হিজাব ইস্যুতে এবার মুখ খুললেন মিস ইউনিভার্স 2021 হরনাজ সান্ধু (Harnaaz Sandhu On Hijab Row) ৷ সমাজের কাছে তাঁর আর্জি, "মেয়েদের নিশানা করবেন না ৷ তাঁদের নিজের মতো করে বাঁচতে দিন ৷"

সম্প্রতি হিজাব নিয়ে তোলপাড় হয়েছে দেশ ৷ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অনুমতি চেয়ে যে আবেদন জানানো হয়েছিল, তা খারিজ করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট ৷ শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম সংক্রান্ত নিয়মই ছাত্রীদের মেনে চলতে হবে বলে জানিয়ে দেয় আদালত ৷ এই প্রসঙ্গ নিয়েই মতামত জানতে চাওয়া হয়েছিল হরনাজ সান্ধুর (Miss Universe 2021 Harnaaz Sandhu) কাছে ৷

ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, হিজাব নিয়ে এক সাংবাদিক মিস ইউনিভার্সকে (Miss Universe On Hijab Row) প্রশ্ন করছেন ৷ সেই সময় ইভেন্টের আয়োজকরা অনুরোধ করেন যে, কোনও রাজনৈতিক বিষয়ে যেন হরনাজকে প্রশ্ন না করা হয় ৷ হরনাজের মিস ইউনিভার্স হওয়ার সফর, তাঁর সাফল্য এই সব বিষয়ে যাতে প্রশ্ন করা হয়, সাংবাদিকদের কাছে সেই আর্জি জানান আয়োজকরা ৷ সাংবাদিক তখন বলেন, "এই কথাটাই হরনাজকে বলতে দিন ৷" তখনই চণ্ডীগড়ের মডেল উষ্মা প্রকাশ করে বলেন সমাজে মেয়েদের নিশানা করা হচ্ছে ৷

আরও পড়ুন: Bollywood debut plans of Harnaaz Sandhu: বলিউড ডেবিউ নিয়ে কী পরিকল্পনা মিস ইউনিভার্স হরনাজের ?

হরনাজ (Stop Targeting Girls, Let Them Live) বলেছেন, "কেন আপনারা সবসময় মেয়েদের নিশানা করছেন ? এমনকী এখন আপনারা আমাকে নিশানা করছেন ৷ একইরকম ভাবে হিজাব ইস্যুতেও মেয়েদের নিশানা করা হয়েছে ৷ মেয়েরা যে ভাবে বাঁচতে চায়, তাঁদের সে ভাবেই বাঁচতে দিন ৷ তাঁদের নিজেদের লক্ষ্যে পৌঁছতে দিন ৷ যাঁদের ডানা আছে তাঁদের উড়তে দিন ৷ সেই ডানা ছেঁটে ফেলবেন না ৷ যদি কোনও ডানা ছাঁটতেই হয়, তাহলে নিজেদেরটা ছাঁটুন ৷" এরপর তিনি সাংবাদিককে জানান, তাঁর সফর, কঠোর পরিশ্রম, সুন্দরী প্রতিযোগিতায় সাফল্য নিয়ে যেন তাঁকে প্রশ্ন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.