ETV Bharat / sitara

Bollywood debut plans of Harnaaz Sandhu: বলিউড ডেবিউ নিয়ে কী পরিকল্পনা মিস ইউনিভার্স হরনাজের ?

author img

By

Published : Dec 23, 2021, 4:42 PM IST

বলিউডে ডেবিউ করা নিয়ে কী পরিকল্পনা মিস ইউনিভার্স হরনাজ সান্ধুর (Bollywood debut plans of Harnaaz Sandhu)? নিজেই খোলাখুলি জানালেন সে কথা (Miss Universe Harnaaz Sandhu)৷ এ ছাড়াও জানালেন তাঁর ভালোবাসার বিষয়গুলি ৷

Miss Universe Harnaaz Sandhu talks about Bollywood debut plans
বলিউড ডেবিউ নিয়ে কী পরিকল্পনা মিস ইউনিভার্স হরনাজের ?

মুম্বই, 23 ডিসেম্বর: বিশ্বজয় করেছেন সৌন্দর্যে ৷ তারিফ কুড়িয়েছেন বুদ্ধিমত্তায় ৷ এবার তাঁর লক্ষ্য বলিউড ৷ শিগগিরই মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করার পরিকল্পনা রয়েছে মিস ইউনিভার্স হরনাজ সান্ধুর (Bollywood debut plans of Harnaaz Sandhu) ৷ তবে শুধু সাধারণ একজন অভিনেত্রী তিনি হতে চান না ৷ তাঁর চরিত্রে চাই গভীরতা, বাঁধা গতের বাইরে বেরিয়ে মহিলাদের স্রোতের প্রতিকূলে এগিয়ে নিয়ে যাওয়ার রসদ ৷

পঞ্জাবি ফিল্মে অভিনয় আগেই করেছেন ৷ ইতিমধ্যেই আরও দু‘টি আপকামিং পঞ্জাবি ফিল্মের কাজও তাঁর হাতে রয়েছে ৷ তবে হরনাজ সান্ধুর (Miss Universe Harnaaz Sandhu) পাখির চোখ এখন বলিউড ৷ এপ্রসঙ্গে প্রশ্ন করতে তিনি বলেন, "আমি নিজেকে সেখানে দেখতে চাই কারণ সেটা সবসময়ই আমার প্যাশন ছিল ৷ কিন্তু আমি একজন সাধারণ অভিনেত্রী হতে চাই না ৷ আমি এমন একজন প্রভাবশালী অভিনেত্রী হতে চাই, যিনি সাহসী চরিত্রে অভিনয় করতে পারবেন ৷ যে চরিত্র মহিলাদের নিয়ে যাবতীয় স্টিরিয়োটাইপ ভেঙে দিয়ে দেখিয়ে দিতে পারবে যে মহিলারা কী করতে পারে ৷"

আরও পড়ুন: Miss Universe 2021 Harnaaz Sandhu: আলাপ করুন পঞ্জাবের অভিনেত্রী মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর সঙ্গে

নিজেকে জাস্ট একজন দেশি গার্লের তকমা দিয়ে হরনাজ (Miss Universe Harnaaz Sandhu talks about Bollywood debut plans) বলেছেন, "মডেলিং ও অভিনয় ছাড়াও আমার বাগান পরিচর্যা করতে খুব ভাল লাগে ৷ কারণ আমি সবসময় প্রকৃতির খুব কাছে ছিলাম ৷ আমি রান্না করতে খুব ভালবাসি ৷ কাজেই আমি আর একজন দেশি মেয়ের মতো খুব সাধারণ ৷" তিনি মানুষের সঙ্গে থাকতেও ভালবাসেন বলে জানিয়েছেন নয়া মিস ইউনিভার্স ৷ বলেছেন, "আমি অনেকের সঙ্গে থাকতে ভালবাসি কারণ আমি সবসময় অন্যদের থেকে কিছু শেখার চেষ্টা করি ৷ আমরা একে-অপরকে সাহায্য করব, একে-অপরের থেকে শিখব - এটাই জীবন ৷"

আরও পড়ুন: Miss Universe 2021 : দুই দশক পর দেশকে মিস ইউনিভার্সের খেতাব এনে দিলেন হারনাজ

1994 সালে সুস্মিতা সেন ও 2000 সালে লারা দত্তের পর 21 বছর পেরিয়ে দেশে মিস ইউনিভার্সের মুকুট নিয়ে এসেছেন হরনাজ সান্ধু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.