ETV Bharat / bharat

Miss Universe 2021 Harnaaz Sandhu: আলাপ করুন পঞ্জাবের অভিনেত্রী মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর সঙ্গে

author img

By

Published : Dec 13, 2021, 12:13 PM IST

লারা দত্তের (Lara Dutta Miss Universe) পর হারনাজ সান্ধু (Miss Universe 2021 Harnaaz Sandhu) ৷ 21 বছর পর আরও এক ভারতীয়র মাথায় উঠল মিস ইউনিভার্সের (Miss Universe 2021) মুকুট ৷ আসুন আলাপ করা যাক, পঞ্জাবের এই সুন্দরীর সঙ্গে ৷

Meet Harnaaz Sandhu, Punjabi Actor And Miss Universe 2021
আলাপ করুন পঞ্জাবের অভিনেত্রী মিস ইউনিভার্স হরনাজ সান্ধুর সঙ্গে

কলকাতা, 13 ডিসেম্বর: কাটল অপেক্ষার দু‘দশক ৷ অনন্যা জৈন, রীতা ফারিয়ারা তো ছিলেনই ৷ তবে একই বছরে দেশকে দু‘টি বিশ্বসুন্দরীর খেতাব এনে দিয়ে ফ্যাশন দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছিলেন সুস্মিতা সেন ও ঐশ্বর্য রাই ৷ পরপর আসে মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার সম্মান ৷ সালটা 1994 ৷ এরপর ডায়না হেডেন, যুক্তা মুখী, প্রিয়াঙ্কা চোপড়া ও সবশেষে 2017 সালে মানুষী চিল্লার ৷ একে একে অনেকগুলোই মিস ওয়ার্ল্ডের খেতাব দেশে এসেছে ৷ তবে সুস্মিতার (Sushmita Sen Miss Universe) পর 2000 সালে মিস ইউনিভার্সের সম্মান এসেছিল লারা দত্তের (Lara Dutta Miss Universe) হাত ধরে ৷ সেই শেষ ৷ তারপর দীর্ঘ প্রতীক্ষা ৷ তার অবসান ঘটালেন পঞ্জাবেরই আর এক কন্যা ৷ হারনাজ সান্ধু (Miss Universe 2021 Harnaaz Sandhu)৷ 21 বছর পর আরও এক ভারতীয়ের মাথায় উঠল মিস ইউনিভার্সের (Miss Universe 2021) মুকুট ৷

কে এই হরনাজ ?

চণ্ডীগড়ের মেয়ে হারনাজ (Harnaaz Sandhu news) ৷ সেখানেই স্কুল ও কলেজের পড়াশোনা ৷ সবে কিছু দিনই হয়েছে ফ্যাশন দুনিয়ায় পা রেখেছেন 21 বছরের তন্বী ৷ আর অল্প দিনেই পকেটে পুরে নিয়েছেন একের পর সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার ৷ প্রথম বড় পরিসরে নজর কাড়েন 2017 সালে ৷ জিতে নেন টাইমস ফ্রেশ ফেস মিস চণ্ডীগড়ের খেতাব ৷ এরপর মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া 2018 ও ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব 2019-এর শিরোপাও যায় তাঁর মাথায় ৷

আরও পড়ুন: Miss Universe 2021 : দুই দশক পর দেশকে মিস ইউনিভার্সের খেতাব এনে দিলেন হারনাজ

তবে 2019 সালে তাঁকে হোঁচট খেতে হয় ফেমিনা মিস ইন্ডিয়ার আসরে ৷ সেরার থেকে 11 জনের পেছনে অবস্থান হয় পঞ্জাবের সুন্দরীর ৷ তবে তাতে তাঁর যাত্রা থেমে যায়নি ৷ সেই ব্যর্থতাকেই সিঁড়ি করে এগিয়ে চলেন হারনাজ ৷ মডেলিং-এর পাশাপাশি অভিনয় জগতেও শুরু হয় তাঁর পথ চলা ৷ পঞ্জাবি ছবি ইয়ারা দিয়া পু বারান ও বালি জি কুট্টাঙ্গেতে অভিনয় করেছেন ৷ তবে একইসঙ্গে পড়াশোনাও চলছে ৷ বর্তমানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতকোত্তর পড়ছেন হারনাজ সান্ধু ৷

এরপর 2021 সালে ফের ফেমিনা মিস ইন্ডিয়ায় অংশ নেন তিনি ৷ এবার আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ মিস ইন্ডিয়া ইউনিভার্সের খেতাব জিতে নিয়ে তিনি শামিল হন 70তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার (70th Miss Universe 2021) আসরে ৷ ইজরায়েলে একে একে অন্যান্য দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন হারনাজ ৷ তাঁর সাবলীল হাঁটাচলা, কথা বলা সব কিছুই বেশ ভাল লাগে বিচারকদের ৷ সবশেষে আসে সেই বিশেষ মুহূর্ত ৷

প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ওঠে ভারতীয় সুন্দরীর মাথায় ৷ প্রথা মেনে গত বছরের খেতাবজয়ী মেক্সিকোর আন্দ্রে মেজা হারনাজের মাথায় পরিয়ে দেন মিস ইউনিভার্সের মুকুট ৷ চোখের জলে সবাইকে ধন্যবাদ জানান হারনাজ সান্ধু ৷ আমাদের তরফেও রইল অভিনন্দন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.