Russia-US Conflict: কৃষ্ণসাগরে ক্রিমিয়ার আকাশে মার্কিন ড্রোন ! ধেয়ে এল রাশিয়ার যুদ্ধ বিমান

author img

By

Published : Mar 15, 2023, 9:16 AM IST

US Drone

কৃষ্ণসাগরের উপরে ছিল মার্কিন নজরদারি ড্রোন ৷ এটি ক্রিমিয়ার আকাশ ৷ এখানে বিমান ওড়া নিষিদ্ধ করেছে রাশিয়া ৷ কিন্তু মার্কিন ড্রোন নাকি সেই নিয়ম না-মেনে অনুপ্রবেশ করেছিল ৷ রাশিয়ার ফাইটার জেট কৃষ্ণসাগরের জলে ফেলে দিল মার্কিন ড্রোনকে (Russian fighter jet Su 27 collides with MQ-9 Reaper US drone) ৷

ওয়াশিংটন, 15 মার্চ: বিশ্বের অন্যতম দুই প্রধান শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধের মহড়া ? মার্কিন বায়ুসেনার ড্রোনের সঙ্গে রাশিয়ার ফাইটার জেটের সংঘর্ষ কি তেমন ইঙ্গিত দিল ? মঙ্গলবার কৃষ্ণসাগরের আকাশে যেন তাই হল ৷ আর এতে আরও তিক্ত হল দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ৷ তবে এ ঘটনা এই প্রথম নয় ৷ এর আগে 2021 সালে রাশিয়ার যুদ্ধবিমান আমেরিকার নেভি ডেস্ট্রয়ারকে ধ্বংস করার চেষ্টা করেছে ৷

আমেরিকার বক্তব্য:

দ্য পেন্টাগন এবং ইউএস ইউরোপিয়ান কম্যান্ডের দাবি, দু'টি রাশিয়ান এসইউ-27 এয়ারক্রাফ্ট এমকিউ-9-এর (US Surveillance drone MQ-9 Reaper) উপর জ্বালানি ঢেলে দেয় ৷ তখন ব্ল্যাক সি বা কৃষ্ণসাগরের উপরে আন্তর্জাতিক আকাশসীমায় নজরদারি চালাচ্ছিল এমকিউ-9 ড্রোন ৷ রাশিয়ার জেট 30-40 মিনিট ধরে এই ড্রোনটির সামনে দিকে, চারদিকে চক্কর কাটছিল ৷ এরপর একটি রাশিয়ান জেট এমকিউ-9-এর প্রপেলারে ধাক্কা মারে ৷ এতে মার্কিন সেনাবাহিনী তড়িঘড়ি ড্রোনটিকে আন্তর্জাতিক জলসীমায় নামিয়ে আনতে বাধ্য হয় ৷ পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানিয়েছেন, এই সংঘর্ষে হয়তো রাশিয়ার ফাইটার জেটের ক্ষতি হয়েছে ৷ কিন্তু এসইউ-27 (Su-27) মাটিতে নামতে পেরেছে ৷ তবে তা কোথায় জানা যায়নি ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, এই এমকিউ-9 ড্রোন কৃষ্ণসাগরে ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলে ঘুরছিল ৷ তবে এই সংঘর্ষ ঠিক দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত, তা এখনই স্পষ্ট বলা যাচ্ছে না ৷ তবে দু'পক্ষই স্বীকার করেছে, রাশিয়ার এয়ারক্রাফ্ট মার্কিন ড্রোনকে বাধা দেওয়ার চেষ্টা করছিল ৷

আরও পড়ুন: বাইডেনের ইউক্রেন সফরের পরেই আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্থগিত পুতিনের

রাশিয়া কী বলছে ?

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মার্কিন ড্রোনটি রাশিয়ার সীমান্তের কাছে চলে এসেছিল ৷ ক্রিমিয়ার ওই এলাকার আকাশে কোনও বিমানের ওড়া নিষিদ্ধ করেছে রাশিয়া ৷ অথচ সেই জায়গায় অনুপ্রবেশ করেছে মার্কিন নজরদারি ড্রোন এমকিউ-9 ৷ তাদের দাবি, মার্কিন ড্রোনটিকে বাধা দিতে গিয়ে এই ঘটনা ঘটে ৷ ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে নীচের দিকে নেমে যাচ্ছিল এবং জলে পড়ে যায় ৷

প্রসঙ্গত, 2014 সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া ৷ সেই সময় থেকেই ক্রিমিয়ার আকাশে কোনও বিমানের ওড়া নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রেমলিন ৷ মস্কোর অভিযোগ, রাশিয়ার বারে বারে নোটিশ পাঠানো সত্ত্বেও তা অগ্রাহ্য করে মার্কিন নজরদারি ড্রোনটি সীমান্তের খুব কাছে চলে এসেছিল ৷ আকাশের যুদ্ধ মাটিতে নেমে এসেছে ৷ এ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবারই রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আনতোনভকে তলব করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.