Vladimir Putin: বাইডেনের ইউক্রেন সফরের পরেই আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্থগিত পুতিনের

author img

By

Published : Feb 21, 2023, 9:01 PM IST

ETV Bharat
ইউক্রেন সংঘাতের মাঝেই আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্থগিত রাশিয়ার ()

উদ্বেগ আরও বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ মঙ্গলবার এই ঘোষণা করেন তিনি (Putin suspends nuclear arms pact with US) ৷

মস্কো, 21 ফেব্রুয়ারি: 24 ফেব্রুয়ারি ইউক্রেনের উপর রুশ আগ্রাসনের বর্ষপূর্তি ৷ তার আগেই ফের পরমাণু যুদ্ধের আশঙ্কা উসকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি একতরফাভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ মঙ্গলবার 'স্টেট অফ দ্য নেশন' ভাষণে এই ঘোষণা করেছেন পুতিন ৷ সোমবারই ইউক্রেনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ইউক্রেনকে নতুন করে সামরিক সাহায্যের ঘোষণাও করেছেন বাইডেন ৷ তার পরেই মস্কোর এই পদক্ষেপ নতুন করে আশঙ্কার মেঘ সঞ্চার করল (Russia suspends nuclear arms treaty with USA) ৷

এদিন মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত তাদের যে 'নিউ স্টার্ট চুক্তি' রয়েছে তা রাশিয়া আপাতত স্থগিত রেখেছে ৷ তবে এই চুক্তি থেকে এখনও রাশিয়া পুরোপুরি বেরিয়ে আসেনি বলেও দাবি তাঁর ৷ তবে একইসঙ্গে পরমাণু যুদ্ধের আশঙ্কাও উসকে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ৷ জানিয়েছেন, আমেরিকা যদি নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করে তাহলে রাশিয়াকেও ফের তা শুরু করতে তৈরি থাকতে হবে ৷ ভবিষ্যতে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথাও উড়িয়ে দেননি পুতিন (US-Russia nuclear arms treaty) ৷

আরও পড়ুন: জো বাইডেন কিভ যাচ্ছেন, কাকপক্ষী না-জানলেও মস্কোকে নোটিস দিয়েছিল আমেরিকা

কেন এই বড় সিদ্ধান্ত নিলেন পুতিন ? এর জন্যও মর্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশ গুলিকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷ তিনি জানিয়েছেন, আমেরিকা ও তার ন্যাটো সহযোগীরা ইউক্রেনে রাশিয়ার পরাজয়ের লক্ষ্যে কাজ কারছে, তাই এই সিদ্ধান্ত (Russia-Ukraine Conflict) ৷ প্রতিপক্ষ দেশগুলি রাশিয়ার পরমাণু অস্ত্রভাণ্ডার দখলের চক্রান্ত করছে বলেও অভিযোগ ভ্লাদিমির পুতিনের ৷ উল্লেখ্য,2010 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে মস্কোর সঙ্গে 'নিউ স্টার্ট চুক্তি' করে ওয়াশিংটন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.