ETV Bharat / international

India-Pakistan Tussle in UN: রাষ্ট্রসংঘে ইউক্রেন ইস্যুতে কাশ্মীর টানল পাকিস্তান, পড়শিকে তুলোধনা ভারতের

author img

By

Published : Oct 13, 2022, 10:02 AM IST

Updated : Oct 13, 2022, 11:01 AM IST

India Pakistan UN General Assembly
ETV Bharat

সম্প্রতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলের ঘোষণা করেছেন এবং তার প্রক্রিয়াও শুরু হয়েছে ৷ এ নিয়ে জরুরি বৈঠক চলছিল রাষ্ট্রসংঘে ৷ সেখানে পাকিস্তানের প্রতিনিধি ভারতের কাশ্মীর প্রসঙ্গ টানলেন ৷ এরই কড়া জবাব দিলেন ভারতের স্থায়ী প্রতিনিধি (India dismisses as 'frivolous' Pakistan's attempt to raise Kashmir during UNGA Ukraine vote) ?

নিউ ইয়র্ক, 13 অক্টোবর: আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) জরুরি ভিত্তিতে বৈঠক হয় ৷ ইউক্রেনের ডোনেতস্ক, খারসন, লুহানস্ক এবং জাপোরিঝঝিয়া দখলের প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া ৷ সে দেশের নিন্দা করে 193টি দেশ ভোট দিয়েছে ৷ এই সময় রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আক্রম (Pakistan's Permanent Representative Munir Akram) 'কাশ্মীর' প্রসঙ্গ উত্থাপন করেন ৷

রাশিয়ার ইউক্রেন দখলদারি নিয়ে ভোটাভুটি পর্ব মিটলে পর পাকিস্তানের প্রতিনিধি মুনির আক্রম রাষ্ট্রসংঘের সভায় কাশ্মীর প্রসঙ্গ তোলেন ৷ ইউক্রেনে এই বেআইনি দখলদারির সঙ্গে তিনি 'ভারতের কাশ্মীর অধিগ্রহণে'র তুলনা টানেন ৷ মুনির বলেন, 'ভারতের কাশ্মীর দখলের চেষ্টাও একই রকম দুশ্চিন্তার এবং নিন্দার' ৷ ভারত অবশ্য অবিলম্বে কড়া ভাষায় এর জবাব দিয়েছে ৷ ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ (Ruchira Kamboj) এই মন্তব্যকে 'তুচ্ছ এবং ভিত্তিহীন' বলে উল্লেখ করেন ৷ রাষ্ট্রসংঘে তিনি পাকিস্তানকে সীমান্ত-সন্ত্রাসবাদী হামলা চালানো বন্ধ করার কথা বলেন (India's Permanent Representative Ruchira Kamboj countered Pakistan in UN General Assembly) ৷"

  • #WATCH | Entire territory of J&K is & will always be an integral part of India... We call on Pakistan to stop cross-border terrorism so our citizens can enjoy their right to life & liberty: Ruchira Kamboj, Permanent Representative to the UN

    (Source: UN TV) pic.twitter.com/cKY0QoRNCm

    — ANI (@ANI) October 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জঙ্গি কার্যকলাপে মদত জোগায় পাকিস্তান, রাষ্ট্রসংঘে কড়া প্রতিক্রিয়া ভারতের

পাকিস্তানের প্রতিনিধি বলেন, "আন্তর্জাতিক আইনের আওতায় আত্ম নির্ধারণের অধিকার (right of self-determination) আছে ৷ যে সব মানুষ অন্য কোনও দেশ অথবা যাকে ঔপনিবেশিক আধিপত্যের শাসনে রয়েছেন, তাঁদের জন্য এই অধিকার ৷ কিন্তু এটি জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে করা হয়নি ৷" এভাবে তিনি কার্যত ভারতকে কাশ্মীর দখলের জন্য দায়ী করেন ৷ রাষ্ট্রসংঘে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন পাকিস্তানের নিয়মিত অভ্যেসে পরিণত হয়েছে ৷

এর বিরুদ্ধে কাম্বোজ সাধারণ সভায় বলেন, "আমরা দেখেছি একটি নির্দিষ্ট দেশের প্রতিনিধি আরও একবার এই ফোরামের অপব্যবহার করলেন ৷ এতে অবাক হওয়ার কিছু নেই, সেই ঘটনা আবারও হল ৷ আমার দেশের বিরুদ্ধে তুচ্ছ এবং ভিত্তিহীন মন্তব্য করলেন তিনি ৷" জম্মু ও কাশ্মীর নিয়ে তিনি জানান, পাকিস্তানের প্রতিনিধি কী বিশ্বাস করেন, তাতে কিছু যায় আসে না ৷ জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ আছে এবং ছিলও ৷ তিনি পাকিস্তানকে জঙ্গি হামলার বিষয়টি মনে করিয়ে দেন, "আমরা পাকিস্তানকে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা (cross-border terrorism) বন্ধ করার কথা বলছি ৷ আমাদের নাগরিকদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে ৷" পরে পাকিস্তানের রাইট টু রিপ্লাই-এ (Pakistan's right to reply) কাউন্সেলর গুল কাইজার সারওয়ানি (Gul Kaiser Sarwani) ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে নিজের অভিমত পেশ করেন ।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা করে ট্রেন্ডিং স্নেহা দুবে

Last Updated :Oct 13, 2022, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.