ETV Bharat / international

FM Nirmala Sitharaman : ইউক্রেন-রাশিয়া সংঘাতে ভারত-আমেরিকার সম্পর্ক আরও গভীর হয়েছে : সীতারমন

author img

By

Published : Apr 23, 2022, 8:46 AM IST

FM Nirmala Sitharaman in Washington
ওয়াশিংটনে নির্মলা সীতারমন

রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে ভারত বন্ধু দেশের বিরুদ্ধে কোনও কথা বলেনি ৷ এদিকে আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক আরও তিক্ত হয়েছে ৷ এই পরিস্থিতিতে ওয়াশিংটনে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বৈঠকে কী বললেন নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ?

ওয়াশিংটন, 23 এপ্রিল : এখনও রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান জারি ৷ মিত্র রাষ্ট্রনায়ক পুতিনের বিরুদ্ধে একটা কথাও বলেনি মোদি সরকার ৷ এদিকে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে ক্রমাগত কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা ৷ এই রাশিয়া-ভারত-আমেরিকা সম্পর্ক কোন দিকে ? তারই কিছুটা আভাস মিলল ওয়াশিংটনে দু'দেশের মধ্যে হওয়া একাধিক বৈঠকে ৷

ইউক্রেন যুদ্ধের পর আরও বেশি সুযোগের রাস্তা বেরিয়ে এসেছে, তিনি তেমনটাই দেখতে পাচ্ছেন ৷ শুক্রবার আইএমএফ এবং বিশ্বব্যাঙ্কের বার্ষিক বসন্তকালীন বৈঠকে (annual spring meetings) ভারত ও আমেরিকার সম্পর্ক নিয়ে এমনটাই জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ রাশিয়া-ইউক্রেন সংঘাতে বরং দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হয়েছে বলেও মনে করেন তিনি (India and US bilateral relationship deepened, says FM Nirmala Sitharaman) ৷

আরও পড়ুন : Modi-Johnson Meeting : আজ বৈঠকে মোদি-জনসন, উঠতে পারে ইউক্রেন প্রসঙ্গ

এখানে তিনি একাধিক দ্বিপাক্ষিক এবং বহুস্তরীয় বৈঠকে অংশ নেন ৷ বাইডেন প্রশাসনের উচ্চাধিকারিকদের সঙ্গে আলোচনা করেন ৷ সীতারমন সাংবাদিকদের বলেন, "বাস্তবে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের অগ্রগতি হয়েছে ৷ আরও গভীর হয়েছে ৷ এটা নিয়ে কেউ কথা বলছে না ৷"

রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব নিয়ে তিনি জানান, রাশিয়ার উপর নির্ভরতা শুধুমাত্র অস্ত্রের জন্য নয় ৷ বহু দশক ধরে উত্তরাধিকার সূত্রে রাশিয়ার সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হয়েছে ভারত ৷ তিনি বলেন, "এটা একটা সদর্থক সমঝোতা ৷" অর্থমন্ত্রী ভারতীয় সাংবাদিকদের বলেন, "আমি আগের থেকে অনেক বেশি সুযোগ দেখতে পাচ্ছি ৷ রাশিয়াকে কেন্দ্র করে ভারত-আমেরিকার দূরত্ব আরও বেড়েছে ৷ এমনটা নয় ৷" ওয়াশিংটনে ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক সম্পর্কের রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে, জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ তিনি আত্মবিশ্বাসী ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের উন্নতি হচ্ছে প্রতিদিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.