ETV Bharat / bharat

Modi-Johnson Meeting : আজ বৈঠকে মোদি-জনসন, উঠতে পারে ইউক্রেন প্রসঙ্গ

author img

By

Published : Apr 22, 2022, 10:29 AM IST

দু'দিনের ভারত সফরে বৃহস্পতিবারই এদেশে এসে পৌঁছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson is in to days visit to India) ৷ গিয়েছেন গুজরাতের সবরমতী আশ্রমেও ৷

Boris Johnson to meet PM Modi
আজ বৈঠকে মোদি-জনসন

নয়াদিল্লি, 22 এপ্রিল : শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (British PM Boris Johnson to meet PM Narendra Modi today) ৷ দু'দিনের ভারত সফরে বৃহস্পতিবারই ভারতে এসে পৌঁছেছেন জনসন ৷ ভারত সফরের প্রথম দিন গুজরাতে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, শুক্রবার সকালে তিনি নয়াদিল্লিতে পৌঁছেছেন ৷

এদিন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে বরিস জনসনের ৷ এদিন সকালেই মহাত্মা গান্ধির সমাধিস্থলেও যান ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷ তার পর রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন জনসন ৷ এরপর হায়দরাবাদ হাউসে দু'পক্ষের সাংবাদিক বৈঠক করার কথা ৷ তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : 2024 লোকসভা নির্বাচনে পুরনো কংগ্রেসে নতুন আত্মা, ঢেলে সাজাতে পিকে'র পরিকল্পনা

দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকে প্রতিরক্ষা, অর্থনৈতিক সমঝোতা, কূটনৈতিক সহযোগিতা-সহ একাধিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা ৷ উঠবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও ইউক্রেন ইস্যু ৷ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী ব্রিটেন ৷ 2030 সালের মধ্যে দুই দেশের বাণিজ্যের হার দ্বিগুণ করতে আগ্রহী ব্রিটেন ৷ ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের অংশীদারিত্ব আরও বাড়াতে চায় রানির দেশ ৷ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও নরেন্দ্র মোদি ও বরিস জনসনের মধ্যে আলোচনা হবে বলে ব্রিটিশ হাই কমিশন সূত্রে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.