ETV Bharat / sports

মোতেরায় টস জিতলেন সঞ্জু, এলিমিনেটরে ব্যাট করছে বেঙ্গালুরু - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 7:09 PM IST

Updated : May 22, 2024, 7:34 PM IST

RCB vs RR in IPL 2024 Eliminator: আইপিএল এলিমিনেটরের জমাটি লড়াইয়ে মুখোমুখি বেঙ্গালুরু-রাজস্থান ৷ টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

মোতেরা, 22 মে: সানরাইজার্স-নাইট রাইডার্স ম্যাচের 24 ঘণ্টার মধ্যেই মোতেরায় আরেক মহারণ ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল এলিমিনেটরে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস ৷ ‘ছিটকে যাওয়ার’ ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ৷

আরসিবির শক্তি/দুর্বলতা: রাট কোহলি 14 ম্যাচে 708 রান নিয়ে এই মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহক ৷ যেকোনও মুহূর্তে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রানমেশিন ৷ ব্যাট হাতে ভয়ংকর রজত পাতিদার, ফ্যাফ ডু’প্লেসিও ৷ গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিককে কখনই ম্যাচের বাইরে রাখা যায় না ৷ শেষ ম্যাচে বল হাতে ধোনিকে রুখে দিয়েছেন যশ দয়াল ৷ রয়েছেন মহম্মদ সিরাজও ৷ ফলে গত কয়েক ম্যাচে জমাট দেখাচ্ছে বেঙ্গালুরুকে ৷

রাজস্থানের শক্তি/দুর্বলতা: শস্বী জয়সওয়াল (348 রান), অধিনায়ক স্যামসন (504 রান) এবং রিয়ান পরাগ (531 রান) । অন্যদিকে এখনও হাত না-খুললেও সিমরন হেটমায়ার সবসময়ই ভয়ংকর হয়ে উঠতে পারেন ৷ যদিও রাজস্থানের ব্যাটিং ক্ষতকে ঢেকে দিতে সক্ষম তাদের বোলিং লাইন-আপ ৷ নিজের দিনে ট্রেন্ট বোল্ট যেকোনও ব্যাটারের দুঃস্বপ্ন ৷

রাজস্থান রয়্যালসের একাদশ: যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রভমন পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আভেশ খান, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ: বিরাট কোহলি, ফ্যাফ ডু’প্লেসি (অধিনায়ক), রজত পাতিদার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহিপাল লোমরর, স্বপ্নিল সিং, কর্ণ শর্মা, লকি ফার্গুসন ও যশ দয়াল

আরও পড়ুন:

  1. মোতেরায় ‘রয়্যাল’ ফাইট, বিরাট লড়াইয়ে বাজিমাত করতে বেঙ্গালুরুর ভরসা সেই কোহলি
  2. স্টার্কের দাপটে ‘অস্তমিত’ হায়দরাবাদ, তিন বছর পর ফাইনালে নাইটরা
  3. গোপনীয়তা নেই, ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি; স্টার স্পোর্টসকে তুলোধনা রোহিতের
Last Updated : May 22, 2024, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.