ETV Bharat / international

Chinese Rocket: মহাকাশ থেকে চিনা রকেট ভেঙে পড়ল প্রশান্ত মহাসাগরে

author img

By

Published : Nov 5, 2022, 12:24 PM IST

শুক্রবার একটি চিনা রকেট (Chinese Rocket) মহাকাশ থেকে ভেঙে পড়ে প্রশান্ত মহাসাগরের উপর ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) স্পেস কমান্ড এই তথ্য জানিয়েছে ৷

Chinese rocket falls from space in Pacific ocean
Chinese Rocket: মহাকাশ থেকে চিনা রকেট ভেঙে পড়ল প্রশান্ত মহাসাগরে

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 5 অক্টোবর: চিনা রকেটের (Chinese Rocket) ধ্বংসাবশেষ এসে পড়েছে প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) ৷ যার ওজন প্রায় 23 টন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) স্পেস কমান্ড থেকে এই তথ্য জানানো হয়েছে ৷

সেখানে আরও জানানো হয়েছে যে রকেটটি গতকাল ফের বায়ুমণ্ডলে ঢুকে পড়ে ৷ সেই সময় রকেটটি দক্ষিণ-মধ্য প্রশান্ত মহাসাগরের উপর ছিল ৷ নিয়ন্ত্রণ না থাকায় সেটি এসে পড়ে ওই মহাসাগরের উপর ৷ পরে মার্কিন (USA) প্রতিরক্ষা দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে, চিনা লং মার্চ 5বি নামের ওই রকেটটি প্রশান্ত মহাসাগরে মার্কিন সীমানার মধ্যে এসে পড়েছে ৷

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, চিনা রকেটের এভাবে পৃথিবীতে ফিরে আসার ঘটনা এই নিয়ে চারবার ঘটল ৷ 2020, 2021 এবং 2022 সালে এই ধরনের ঘটনা ঘটেছে ৷ সেই হিসেবে চিনা রকেটের এভাবে অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফিরে আসার ঘটনা চলতি বছরে দ্বিতীয়বার ঘটল ৷

প্রসঙ্গত, চলতি বছরেই চিনের তরফে এই লং মার্চ 5বি রকেট উৎক্ষেপণ শুরু হয় ৷ এটা অতিশক্তিশালী বলে জানা গিয়েছে ৷ গত সোমবার ওই রকেটের তৃতীয় তথা শেষ রাউন্ডের উৎক্ষেপণ হয় ৷ মনে করা হচ্ছে শুক্রবার ওই রকেটটিই নিয়ন্ত্রণ হারিয়ে প্রশান্ত মহাসাগরে এসে পড়ে ৷

অভিযোগ, প্রতিবারই রকেট উৎক্ষেপণের সময় চিন ধ্বংসাবশেষ নিয়ে কোনও চিন্তাভাবনা করে না ৷ এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে ৷ তাছাড়া শুক্রবার যে রকেট ফিরে এসেছে, তা স্পেনের এয়ারস্পেসের খুব কাছ দিয়ে গিয়েছে, ফলে সেখানে সকাল থেকে বিমান চলাচলে ব্যাঘাত ঘটেছে ৷ বহু মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন ৷

চিনের এই দায়িত্বজ্ঞানহীনতার সমালোচনা করেছে অনেকেই ৷ নাসার তরফেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ তার পরও আগামী বছর এই ধরনের আরও একটি রকেট উৎক্ষেপণ করা হবে বলে জানা গিয়েছে ৷ ফলে সেই সময়ও ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে ৷

আরও পড়ুন: একের পর মিসাইল দাগছে কিমের দেশ ! উড়ানে নিয়ন্ত্রণ দক্ষিণ কোরিয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.