ETV Bharat / international

Ashok Vatika in Financial Crisis : শ্রীলঙ্কায় অশোক বটিকায় সঙ্কটে 'সীতা'; উদ্ধার করবে কে ?

author img

By

Published : May 17, 2022, 4:45 PM IST

Updated : May 17, 2022, 5:20 PM IST

রামায়ণে কথিত অশোক বন নাকি শ্রীলঙ্কার নুওয়ারা এলিয়ায় ৷ এখানেই বন্দি ছিলেন সীতা ৷ আছে সীতার মন্দিরও ৷ শ্রীলঙ্কার চরম দুর্দশায় সীতার মন্দির চালানো কঠিন হয়ে পড়েছে, জানালেন মন্দির কর্তৃপক্ষ ৷ কী আছে সীতার কপালে (Ashok Vatika in Financial Crisis ) ?

Sita Ashok Vatika in Sri Lanka in Crisis
শ্রীলঙ্কার নুওয়ারা এলিয়ায় অশোক বটিকা

নুওয়ারা এলিয়া (শ্রীলঙ্কা), 17 মে : অশোক বনে সঙ্কটে সীতা ৷ হ্যাঁ, বাল্মীকি রামায়ণে রাবণ সীতাকে অপহরণ করে অশোক বনে বন্দি করে রেখেছিলেন ৷ মনে করা হয়, সেই বন শ্রীলঙ্কার নুওয়ারা এলিয়ায় অবস্থিত ৷ এখানে সেই বন 'অশোক বটিকা' এবং সীতার মন্দির 'সীতা আম্মান মন্দির' নামে পরিচিত ৷ ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি এখন চরম অর্থনৈতিক দুর্দশায় ৷ আর তাই সীতার অশোক বনও (Ashok Vatika of Ramayana faces financial crunch amid Sri Lankan crisis) ৷

মন্দির কর্তৃপক্ষ নানারকম অর্থনৈতিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে ৷ মন্দিরের চেয়ারম্যান এবং নুওয়ারা এলিয়ার সাংসদ ভি রাধাকৃষ্ণণ মন্দির এবং কর্মচারীদের নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন একটি সংবাদসংস্থায় ৷ তিনি বলেন, "অশোক বটিকা রামায়ণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ ভারত থেকে বহু ভক্ত, বিশেষত উত্তর ভারতের তীর্থযাত্রীরা এখানে আসেন ৷ এখন কেউ আসছেন না ৷ মন্দিরের সব রকম উন্নয়নই ভক্তদের উপর নির্ভরশীল ৷ তাই এখন মন্দিরের রক্ষণাবেক্ষণ খুব কঠিন হয়ে পড়েছে ৷ কর্মচারীরাও কোনওরকমে দিন কাটাচ্ছেন ৷" রাধাকৃষ্ণণ জানান, এখন পর্যটকেরা শ্রীলঙ্কায় আসতে ভয় পাচ্ছে ৷

আরও পড়ুন : New PM of Sri Lanka : ফের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কায় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে ৷ মুদ্রাস্ফীতিও ঊর্ধ্বমুখী ৷ গতকালই নতুন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে জানিয়েছেন আর একদিনের জ্বালানি আছে দেশের ভাঁড়ারে ৷ আর মূল্যবৃদ্ধিও বাড়বে ৷

প্রমোদ অশোক বটিকায় একজন ট্যুর গাইড ৷ তিনিও জানান, এর আগে কখনও সীতার মন্দির এত ফাঁকা ছিল না ৷ গাইড বলেন, "সব সময় মানুষের ভিড় লেগে থাকত ৷ সবাই এখানে প্রার্থনা করতে আসত ৷ এখন কোনও ভক্ত নেই ৷ শ্রীলঙ্কায় বিদ্যুৎ নেই, পেট্রল-ডিজেল আর গ্যাসও নেই৷ মানুষ এখানে আসতে ভয় পাচ্ছে ৷" রাম-রাবণের যুদ্ধে রাবণের কাছ থেকে সীতাকে উদ্ধার করেছিলেন রাম ৷ 2022-এ অশোক বটিকায় সীতাকে উদ্ধার করবে কে ?

Last Updated :May 17, 2022, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.