ETV Bharat / politics

রাজ্যে বিজেপি পাবে 42-এ 42, নন্দীগ্রামে হবে বাম্পার ফল: শিশির অধিকারী - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 6:23 PM IST

Updated : May 25, 2024, 7:03 PM IST

Sisir Adhikari: রাজ্যে বিজেপি 42টি আসনই পাবে বলে দাবি করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী ৷ তাঁর আরও দাবি, নন্দীগ্রামে বিজেপির বাম্পার ফলাফল হবে ৷

ETV BHARAT
শিশির অধিকারী (নিজস্ব চিত্র)

তমলুক, 25 মে: নন্দীগ্রামে বাম্পার ফলাফল হবে বিজেপির ৷ এমনই দাবি করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী ৷ তাঁর দাবি, 42-এ 42টা আসনই পাবে তাঁর ছেলেদের দল ৷ ইভিএম-এ কারচুপি করে তাঁর ছেলে তথা কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে হারানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ৷ তবে শিশিরের দাবি, এ ভাবে বিজেপিকে আটকানো যাবে না ৷ বিদায়ঘণ্টা বেজে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ৷

রাজ্যে বিজেপি 42-এ 42 পাবে বলে আশাবাদী শিশির অধিকারী (নিজস্ব ভিডিয়ো)

এ দিন কাঁথিতে ভোটদান করার পর শিশির অধিকারী অভিযোগ করেন, "যেহেতু ইভিএম-এ এক নম্বরে সৌমেন্দু আছে, এমন সুন্দর করে করেছে যে, ওই নামটা অন্ধকার আর দু'নম্বর থেকে আলো পড়ছে ৷ এক নম্বরে কোনও আলো নেই ৷ এইসব ছোট-খাটো করে কি আটকানো যাবে ? আটকানো যাবে না ৷ এ সব ছোট-খাটো ছেঁদো চুলকানি ৷ এই চুলকানিতে মানুষের কিছু ক্ষতি হয় না ৷"

আরও পড়ুন:

নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মীর খুনের প্রসঙ্গে শিশির অধিকারী শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, "যাওয়ার সময় মানুষের এ সব জিনিস হয় ৷ যখন শেষ বিদায়ের ঘণ্টা বাজে, তখন এ সব হয় ৷ মানুষ রেকলেস হয়ে যায় ৷ যেখানে সেখানে প্রার্থীদের আটকানো, লোক খুন করা, এটা একটা ইতিহাস ৷ ভাবা যায় না যে, এই ধরনের ঘটনা ঘটতে পারে ৷"

নির্বাচনের আরও খবর জানতে...

নন্দীগ্রামই রাজ্যে পালাবদলের অন্যতম ভূমিকা নিয়েছিল ৷ আবার 2021 বিধানসভা নির্বাচনে সেই নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারের মুখ দেখতে হয় ৷ যদিও কারচুপি করে তাঁকে হারানো হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর ৷ এ বার লোকসভা নির্বাচনে নন্দীগ্রামের ফল কেমন হবে, এই প্রশ্নের জবাবে শিশির অধিকারী বলেন, "নন্দীগ্রামে বাম্পার ফলাফল হবে ৷ অপ্রত্যাশিত একটা ফলাফল হবে ৷ ওরা সেটা ভাবতেও পারছে না ৷" তিনি আরও বলেন, "আমার ধারণা একটা আসনেও তৃণমূল জিততে পারবে না ৷ 42-এ 42 পেয়ে যাবে ৷ 400 ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে বিজেপি ৷"

আরও পড়ুন:

Last Updated : May 25, 2024, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.