ETV Bharat / international

New PM of Sri Lanka : ফের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

author img

By

Published : May 12, 2022, 7:18 PM IST

Updated : May 12, 2022, 7:57 PM IST

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে (Ranil Wickremesinghe takes oath as new PM of Sri Lanka) ৷

sri lankan new pm
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

কলম্বো, 12 মে : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমাসিংহে ৷ বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন ((Ranil Wickremesinghe takes oath as new PM of Sri Lanka)) ৷ এর আগেও এই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে ছিলেন রনিল ৷ দেশের কঠিন পরিস্থিতিতে ফের তিনিই এই পদে ফিরলেন ৷

  • Congratulations to the newly appointed Prime Minister of #lka, @RW_UNP. I wish you all the best as you navigate these troubled times.

    — Mahinda Rajapaksa (@PresRajapaksa) May 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন রাষ্ট্রপতি ভবনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদের শপথবাক্য পাঠ করান ৷ 73 বছর বয়সি বিক্রমাসিংহে এর আগে পাঁচবার এই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে বসেছেন, কিন্তু কোনওবারই তিনি মেয়াদ পূরণ করতে পারেননি ৷ ষষ্ঠবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও শ্রীলঙ্কার সংসদে মাত্র একজন প্রতিনিধি রয়েছে রনিল বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির ৷

আরও পড়ুন : দেশ ছাড়তে পারবেন না মাহিন্দা রাজাপক্ষে, নির্দেশ শ্রীলঙ্কার আদালতের

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে বিক্রমাসিংহে শপথ নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য পদত্যাগী শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ৷ এক টুইট বার্তায় তিনি লিখেছেন, "নতুন প্রধানমন্ত্রীকে অনেক শুভেচ্ছে ৷ এই অস্থির সময়ে আপনার যাত্রাপথের জন্য শুভ কামনা রইল ৷ " উল্লেখ্য, বর্তমানে নজিরবিহীন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ৷ মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর সরকার বিরোধী ক্ষোভে উত্তাল হয়েছে দেশ ৷ চাপে পড়ে পদ ছেড়েছেন মাহিন্দা ৷ কিন্তু তার পরেও উত্তাল এই দ্বীপরাষ্ট্র ৷ পরিস্থিতি সামলাতে দেশে জরুরি অবস্থা জারি করে সেনা নামিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে ৷ এই অস্থির সময়ে তিনি দেশকে সঙ্কট থেকে টেনে তোলার জন্য বেছে নিলেন শ্রীলঙ্কার বর্ষীয়ান রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহেকে ৷

Last Updated : May 12, 2022, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.