ETV Bharat / international

World Health Organisation: ওমিক্রন নিয়ে সর্তক করে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব চুক্তি চায় হু

author img

By

Published : Nov 29, 2021, 10:51 PM IST

World Health Organisationr bats for-global-accord-on-pandemics amid COVID Omicron Variant surge
বিশ্ব চুক্তি চায় হু ।

করোনার বিরুদ্ধে ‘গ্লোবাল অ্যাকশন প্ল্যান’ তৈরির লক্ষ্যেই এ দিনের বৈঠকের আয়োজন হয়েছিল (World Health Organisation), যাতে আগামী দিনে মহামারী পরিস্থিতিতে একজোট হয়ে গোড়াতেই সংক্রমণ ঠেকানো, সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে প্রস্তুতি নেওয়া যায় এবং সম্ভাব্য অতিমারি নিয়ে আগে থেকেই তৈরি থাকা যায় ৷

জেনেভা, 29 নভেম্বর: প্রাথমিক ভাবে প্রকোপ কেটে গিয়েছে বলে মনে করা হলেও, করোনার নতুন রূপ ওমিক্রন সব হিসেব উল্টে দিয়েছে । নতুন করে সঙ্কটের মেঘ ঘনাতে শুরু করেছে গোটা দুনিয়ায় । এমন পরিস্থিতিতে সব দেশকে নিয়ে বৈশ্বিক মহামারী (Global Action Plan to Prevent Pandemics) চুক্তির পক্ষে সওয়াল করতে দেখা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু), যাতে অতিমারি সংক্রান্ত সঙ্কটের আঁচ পাওয়া থেকে তা সামাল দেওয়া, গোটা পর্বে বিশ্বের সমস্ত দেশ পরস্পরকে সাহায্য করতে পারে ।

করোনার নয়া রূপ ওমিক্রন, বিজ্ঞান সম্মত নাম বি.1.1.529 (COVID Variant B.1.1.529) থেকে সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করেছে । দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা এবং হংকং ছাড়িয়ে নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডেও বেশ কয়েক জন কোভিড আক্রান্তের শরীরে ওমিক্রনের উপস্থিতি মিলেছে ।

আরও পড়ুন: WHO on Omicron: ডেল্টার থেকেও ভয়ংকর ওমিক্রন ? কী বলছে হু

এমন পরিস্থিতিতে সোমবার জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা-সহ একাধিক রাষ্ট্রনেতাকে নিয়ে বিশেষ বৈঠক করেন হু-র (World Health Organisation) ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেসিয়াস (Tedros Adhanom Ghebreyesus) । করোনার বিরুদ্ধে ‘গ্লোবাল অ্যাকশন প্ল্যান’ তৈরির লক্ষ্যেই এ দিনের বৈঠকের আয়োজন হয়েছিল, যাতে আগামী দিনে মহামারী পরিস্থিতিতে একজোট হয়ে গোড়াতেই সংক্রমণ ঠেকানো, সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে প্রস্তুতি নেওয়া যায় এবং সম্ভাব্য অতিমারি নিয়ে আগে থেকেই তৈরি থাকা যায় ৷

সেখানেই অতিমারি সংক্রান্ত বৈশ্বিক চুক্তির পক্ষে সওয়াল করেন হু প্রধান গেব্রেসিয়াস । তিনি জানান, ওমিক্রন কতটা সংক্রামক, সংক্রমণ কতটা গুরুতরই বা হতে পারে, তা নিয়ে স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি । এমন পরিস্থিতিতে একজোটে পরিস্থিতির মোকাবিলা করতে হবে ।

আরও পড়ুন: COVID-19 surge in China : করোনার স্থানীয় সংক্রমণ রুখতে সাংহাইয়ে ফের জারি বিধিনিষেধ

শুধু মুখের কথায় নয়, আন্তর্জাতিক আইন মেনে, বৈশ্বিক চুক্তি স্বাক্ষর করে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে গেব্রেসিয়াস ৷ তাঁর কথায়, ‘‘অতি সংক্রামক করোনার রূপ ওমিক্রনই (COVID Omicron Variant) বুঝিয়ে দিচ্ছে যে, কী বিপজ্জনক এবং অনিশ্চিত সময়ে দাঁড়িয়ে রয়েছি আমরা ৷ অতিমারি নিয়ে কেন বৈশ্বিক চুক্তির প্রয়োজন, ওমিক্রনই তার জীবন্ত উদাহরণ ৷ এখন যা পরিস্থিতি, তাতে আগাম বিপদ নিয়ে এক দেশের অন্য দেশকে সতর্ক করায় খুব একটা উৎসাহ দেখা যায় না ৷ তাই আন্তর্জাতিক আইন মেনেই এ নিয়ে এগোতে হবে ৷’’

এর আগে, করোনার উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক মহলে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল চিন ৷ কিন্তু ওমিক্রন নিয়ে দক্ষিণ আফ্রিকা এবং বৎসোয়ানার ভূমিকার প্রশংসা করেন গেব্রেসিয়াস ৷ নয়া রূপের হদিশ পাওয়া মাত্রই যে ভাবে গোটা দুনিয়াকে তারা সতর্ক করেছে, তা তুলে ধরেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.