ETV Bharat / international

COVID-19 surge in China : করোনার স্থানীয় সংক্রমণ রুখতে সাংহাইয়ে ফের জারি বিধিনিষেধ

author img

By

Published : Nov 27, 2021, 10:02 PM IST

চিনের সাংহাই শহরে পর্যটন ও গণপরিবহণের সংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ সূত্রের দাবি, গত বৃহস্পতিবার এখানে নতুন করে তিনজনের শরীরে করোনা ভাইরাসের (COVID19 surge in China) উপস্থিতি মিলেছে ৷ তাঁরা স্থানীয়ভাবেই সংক্রামিত হয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ তার জেরেই জারি হয়েছে নয়া বিধিনিষেধ ৷

Chinese authority cuts tourism and transport in Shanghai amid COVID-19 surge
COVID-19 surge in China : করোনার স্থানীয় সংক্রমণ রুখতে সাংহাইয়ে ফের জারি বিধিনিষেধ

বেজিং, 27 নভেম্বর : করোনার জেরে আবারও বিধিনিষেধ জারি হল চিনের বেশ কিছু এলাকায় (Coronavirus in China) ৷ সূত্রের খবর, সাংহাই ও তার আশপাশের শহরগুলিতে পর্যটনের উপর রাশ টানা হয়েছে ৷ কমিয়ে দেওয়া হয়েছে গণপরিবহণের সংখ্যাও ৷ এই এলাকায় নতুন করে তিনজনের শরীরের করোনা ভাইসের অস্তিত্ব মিলেছে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, নির্দিষ্ট এলাকার মধ্যেই এই সংক্রমণ ছড়িয়েছে ৷ সেই কারণেই এই বিধিনিষেধ জারি করা হয়েছে ৷

আরও পড়ুন : Narendra Modi in COVID Meeting: ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ, মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখায় জোর মোদির

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, 25 নভেম্বর (গত বৃহস্পতিবার) তিনজনের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ শুক্রবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফে বিষয়টি প্রকাশ্যে আনা হয় ৷ এরপরই বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট প্রশাসন ৷ স্থির হয়, আপাতত এই এলাকায় কোনও পর্যটককে ঢুকতে দেওয়া হবে না (Tourism cuts transport reduces in parts of China)৷ এখানকার বাসিন্দারাও অন্যত্র বেড়াতে যেতে পারবেন না ৷

সাংহাই চিনের অন্যতম ব্যস্ত শহর এবং অর্থনৈতিক কেন্দ্র ৷ এখানে প্রায় আড়াই কোটি মানুষ বসবাস করেন ৷ ইতিমধ্যেই এখানকার বেশ কয়েকটি আবাসন ‘সিল’ করে দেওয়া হয়েছে ৷ প্রশাসনের আশঙ্কা, এই আবাসনগুলি থেকে নতুন করে করোনার দাপট শুরু হতে পারে ৷ এছাড়া, করোনা পরিস্থিতির মোকাবিলার জন্য স্থানীয় দু’টি হাসপাতালকেও বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে ৷ ইতিমধ্যেই সাংহাই ও আশপাশের শহরগুলির সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বন্ধ রয়েছে দূরপাল্লার বাস পরিষেবা ৷ হাইওয়েতেও নানা জায়গায় যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন : New Covid-19 Variant Omicron : দক্ষিণ আফ্রিকায় মিলল করোনার আরও ভয়ঙ্কর রূপ ওমিক্রন, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অন্যদিকে, পূর্ব জিয়াংসু প্রদেশের শুজো শহরেও একজন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে ৷ তথ্য বলছে, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হলেও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই ৷ গাড়িতে সাংহাই থেকে শুজো যেতে সময় লাগে প্রায় ন’ঘণ্টা ৷ বৃহস্পতিবারই শুজোর ওই বাসিন্দার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় ৷ সাংহাইতে যে তিনজন কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁদেরই একজনের সরাসরি সংস্পর্শে এসেছিলেন ওই ব্যক্তি ৷ প্রসঙ্গত, চিন সরকার উপসর্গহীন করোনা রোগীদের পরিসংখ্যান আলাদাভাবে তৈরি করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.