ETV Bharat / international

Panjshir : পঞ্জশিরে মাসুদের যুদ্ধবিরতির ডাক, মৃত্যু প্রতিরোধ বাহিনীর দুই শীর্ষ নেতার

author img

By

Published : Sep 6, 2021, 9:27 AM IST

যুদ্ধবিরতির কথা জানালেন আহমেদ মাসুদ (Ahmad Massoud) ৷ তবে একটি শর্তে, পঞ্জশিরে (Panjshir) তালিবানকে আক্রমণ বন্ধ করতে হবে ৷ মাসুদ ফেসবুকে একটি পোস্টে একথা জানিয়েছেন ৷ পাশাপাশি এর মধ্যেই তালিবানের সঙ্গে প্রতিরোধ বাহিনীর দুই শীর্ষ নেতা জেনারেল আব্দুল উদুদ জারা এবং মুখপাত্র ফাহিম দাস্তির মৃত্যু হয়েছে ৷

পঞ্জশিরে প্রতিরোধ বাহিনীর যুদ্ধবিরতির ডাক মাসুদের
পঞ্জশিরে প্রতিরোধ বাহিনীর যুদ্ধবিরতির ডাক মাসুদের

কাবুল, 6 সেপ্টেম্বর : পঞ্জশিরে (Panjshir) তালিবান (Taliban) হামলা বন্ধ করলে যুদ্ধবিরতিতে যাবে প্রতিরোধ বাহিনী ৷ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির (AFP) রিপোর্ট অনুযায়ী, সেখানে যুদ্ধবিরতির ডাক দিয়েছে পঞ্জশির প্রতিরোধ বাহিনী ৷ তালিবানের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রতিরোধ বাহিনীর দুই শীর্ষ নেতার ৷ তাঁদের মধ্যে রয়েছেন আহমেদ মাসুদের আত্মীয়-ও ৷

বিবিসি (BBC) জানাচ্ছে, আহমদ মাসুদ (Ahmad Massoud) আলোচনার নিষ্পত্তির জন্য সেখানকার ধর্মগুরুদের প্রস্তাবকে সমর্থন করেছেন এবং তালিবানকে আক্রমণ বন্ধ করতে আহ্বান জানিয়েছেন । মাসুদ একটি ফেসবুক পোস্টে বলেন, "যদি তালিবান তাদের হামলা বন্ধ করে দেয় তাহলে আফগানিস্তানের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (National Resistance Front of Afghanistan- NRF), যার মধ্যে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রতিরোধ বাহিনী রয়েছে, তারা যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত থাকবে ।"

পাশাপাশি জানা যাচ্ছে, ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের তরফে জানানো হয়েছে, পঞ্জশিরে প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা জেনারেল আব্দুল উদুদ জারা (General Abdul Wudod Zara) তালিবানের বিরুদ্ধে যুদ্ধে নিহত হয়েছেন ৷ আব্দুল উদুদ তাঁদের নেতা মাসুদের আত্মীয় ৷ এদিকে সামা নিউজ়ের রিপোর্ট অনুযায়ী, এর মধ্যেই তাঁর বাড়িতে একটি হেলিকপ্টার আক্রমণের পর আমরুল্লা সালেহ (Amrullah Saleh) আরও নিরাপদ স্থানে গা ঢাকা দিয়েছেন ৷ এনএফআরের মুখপাত্র ফাহিম দাস্তির (Mohammad Fahim Dashty) মৃত্যুর পরই এই খবর জানা গিয়েছে ৷

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যায়, তালিবান দ্রুত পঞ্জশিরের বিভিন্ন প্রদেশ দখল করছে বলে দাবি করেছে ৷ রাজধানী কাবুলের উত্তরের এই প্রদেশের তালিবানের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে তা বিশেষ উল্লেখযোগ্য ৷ গত 15 অগস্ট কাবুল দখল করে তালিবান ৷ তারপর থেকে এই পঞ্জশির ছাড়া আফগানিস্তানের বাকি প্রদেশগুলিতেও থাবা বসায় ৷

আরও পড়ুন : Taliban and Panjshir : পঞ্জশিরে খতম 600 তালিবানি, দাবি প্রতিরোধ বাহিনীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.