ETV Bharat / international

30 দিন ইউরোপ থেকে অ্যামেরিকা উড়ান বাতিলের ঘোষণা ট্রাম্পের

author img

By

Published : Mar 12, 2020, 10:22 AM IST

Updated : Mar 12, 2020, 3:20 PM IST

কোরোনা সংক্রমণের বিষয়ে অ্যামেরিকাবাসীর উদ্দেশে বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন, "ইউরোপে আক্রান্তের সংখ্যা বাড়ছে । কারণ ইউরোপ সরকার চিন থেকে যাতায়াত আটকাতে পারেনি । যেখানে কোরোনা একটি মহামারির আকার নিয়েছে ।" তাই একমাস ইউরোপ থেকে সমস্ত উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

trump
trump

ওয়াশিংটন, 12 মার্চ : একমাসের জন্য ইউরোপ থেকে সমস্ত উড়ান বন্ধ রাখবে অ্যামেরিকা । কোরোনা সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করা হল বলে জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আগামীকাল থেকে আগামী 30 দিন আপাতত ইউরোপ থেকে অ্যামেরিকায় যাতায়াত বন্ধ থাকবে । তবে ট্রাম্প জানিয়েছেন, ব্রিটেনের উপর এই সিদ্ধান্ত জারি হচ্ছে না ৷ যদি ব্রিটেনে 460 জন কোরোনায় আক্রান্ত ।

কোরোনা সংক্রমণের বিষয়ে অ্যামেরিকাবাসীর উদ্দেশে বার্তা দেন ট্রাম্প । তিনি বলেন, "ইউরোপে আক্রান্তের সংখ্যা বাড়ছে । কারণ ইউরোপের দেশগুলির সরকার চিন থেকে যাতায়াত আটকাতে পারেনি । যেখানে কোরোনা একটি মহামারির আকার নিয়েছে ।" বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তরফে কোরোনা ভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে সতর্কতা জারি করেছে । বিশ্বের 100টির বেশি দেশে ছড়িয়েছে এই সংক্রমণ । যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তা যেকোনওভাবে রুখতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । বিশ্বব্যাপী কোরোনা নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে । তাদের এই পদক্ষেপের পরেই অ্যামেরিকার তরফে ইউরোপ-অ্যামেরিকা যাতায়াত স্থগিত করা হয় ।

অফিশিয়ালি ঘোষণার আগে একাধিক টুইট করেছিলেন ট্রাম্প । বিশ্বকে রক্ষা করার জন্য কোরোনা সংক্রমণের চিকিৎসার জন্য প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছে অ্যামেরিকা । এই অসুখের চিকিৎসার চেষ্টা চলছে বলে তাঁর টুইটে উল্লেখ করেন তিনি । একটি টুইটে ট্রাম্প লেখেন, "অ্যামেরিকা বিশ্বের শ্রেষ্ঠ দেশ । আমাদের দেশে সেরা বিজ্ঞানী, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যবন্ধুরা রয়েছেন । তাঁরা প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছেন ।"

  • America is the Greatest Country in the world. We have the best scientists, doctors, nurses and health care professionals. They are amazing people who do phenomenal things every day....

    — Donald J. Trump (@realDonaldTrump) March 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা মোকাবিলায় বুধবার ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করা হয় । ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসর 10 জন কোরোনা সংক্রমণের কথা নিশ্চিত করেন ।

Last Updated :Mar 12, 2020, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.