ETV Bharat / entertainment

Somu Sarkar on Godhuli Alap: আড্ডায় ছোটপর্দার নোলক সোমু সরকার

author img

By

Published : Jan 19, 2023, 3:53 PM IST

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'গোধূলি আলাপ'-এর অত্যন্ত পরিচিত মুখ সোমু সরকার ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বেশ কিছু মনের কথা খুলে বললেন তিনি ৷

Etv Bharat
আড্ডায় ছোটপর্দার নোলক সোমু সরকার

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'গোধূলি আলাপ'-এর অত্যন্ত পরিচিত মুখ সোমু সরকার

কলকাতা, 19 জানুয়ারি: বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'গোধূলি আলাপ'-এর নায়িকা নোলকের ভূমিকায় অভিনয় করছেন সোমু সরকার । ধারাবাহিকের শুরুতে তাঁকে দর্শক পেয়েছে বহুরূপীর চরিত্রে । ঘটনাচক্রে গ্রামের গরিব ঘরের মেয়ে নোলকের বিয়ে হয় শহরের সম্ভ্রান্ত পরিবারের মাঝবয়সি আইনজীবী অরিন্দমের সঙ্গে । এরপর শ্বশুরবাড়িতে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলে নোলকের জীবন (Somu Sarkar New Serial Godhuli Alap)।

গল্পে বাঁক তৈরি হয় তখন যখন অরিন্দমের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক গড়ে উঠতে উঠতেও শেষমেষ ভেস্তে যায় । এরপর এক লাফে পাঁচ বছর এগিয়ে যায় ধারাবাহিকের গল্প । আর পাঁচ বছর এগিয়ে যেতেই গল্পে আসে নয়া মোড় । হঠাতই মাধ্যমিক পাশ নোলক হয়ে যায় পেশাদার উকিল । কেস লড়তে শুরু করে দুঁদে উকিল অরিন্দমের বিরুদ্ধে (Somu Sarkar Kaushik Sen Serial Godhuli Alap)৷

বলতে দ্বিধা নেই, ধারাবাহিকের এই ট্র‍্যাক দেখে দর্শক সমালোচনা করেনি তেমনটা নয় । কিন্তু তাতে কী ? নোলক আর অরিন্দমের কেমিস্ট্রি উপভোগও করছেন অনেকেই । এই ধারাবাহিকের হাত ধরেই অনেকদিন পর বাংলা ধারাবাহিকে ফিরেছেন কৌশিক সেন । আর তাঁর সঙ্গে জুটিতে সোমু সরকার ৷ গল্প এগিয়ে গিয়েছে পাঁচ বছর । নোলক বহুরূপী এখন পেশাদার উকিল । তাঁকে এখন পছন্দ করে অন্য কেউ । নোলককে বিয়ে করতে চায় সে । কী করবে এখন নোলক ? এই প্রশ্নের উত্তর দিতেই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প ।

এরই মধ্যে ইটিভি ভারত নোলকের সঙ্গে আড্ডা দিতে পৌঁছে যায় শহর থেকে দূরে চিত্রায়ণ স্টুডিয়োতে । সোমুর কাছে জানতে চাওয়া হয় কোন কাজটা বেশি কঠিন তাঁর কাছে, ওকালতি, অভিনয় নাকি বহুরূপী হিসেবে নিজেকে দর্শকের কাছে তুলে ধরা । সোমুর কথায়, "ওকালতি বেশি কঠিন । ওকালতি করার সময় একজন উকিল যে সব শব্দ ব্যবহার করে কথা বলেন তা অন্য পেশার মানুষ বলতে পারেন না । তাই একজন অভিনেতাকে এই চরিত্রে অভিনয় করার জন্য সেই সব শব্দগুলিকে রপ্ত করতে হয় । আর বহুরূপীরা সাধারণ মানুষের মতো করেই ভাবে, কথা বলে নিজের ভাবনার ডানা মেলে । আর অভিনয় ? সেটাও বেশ কঠিন। সেজেগুজে দাঁড়ালেই অভিনয় হয়ে যায় না ।"

আরও পড়ুন: আবু সালেমের বান্ধবী, ছেড়েছিলেন দেশও...জন্মদিনে ফিরে দেখা মনিকা কাহিনি

সোমু একটা সময় ভেবেছিলেন চলচ্চিত্র সম্পাদক হবেন । কিন্তু হয়ে গেলেন পর্দার এপারের নোলক । ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মনের অনেক কথা উজাড় করে দিলেন সোমু সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.